কমলা চাষে সফল ভালুকার শহিদ আহমেদ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

কমলা চাষে সফল ভালুকার শহিদ আহমেদ

কমলা চাষে সফল ভালুকার শহিদ আহমেদ

ময়মনসিংহের ভালুকায় প্রথমবারের মতো কমলা চাষ করে সফল উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামের শহিদ আহমেদ। দুই বছর আগে ৯ বিঘা জমিতে কৃষি প্রকল্পের আওতায় কমলা চাষ শুরু করেন তিনি। চারা রোপণের ২০ মাসের মধ্যেই ফল আসা শুরু হয়।

উদ্যোক্তা শহিদ আহমেদ বলেন, জমিতে কমলা চাষ করতে যা খরচ হয়েছে তা ইতোমধ্যেই কমলা বিক্রি করে উঠে গেছে।। আশা করছি এবার ভালো টাকা আয় করতে পারবো।

বিজ্ঞাপন

শহিদ আহমেদের কমলা বাগানে কাজ করেন ৪-৫ জন। তাদের একজন রাসেল মিয়া। তিনি বলেন, বাগানের শুরু থেকেই তিনিসহ ৪-৫ নিয়মিত বাগানে কাজ করেন। বাগানে কাজ করেই তাদের সংসার চলছে।

শহিদ আহমেদের কমলা বাগান

শহিদ আহমেদের কমলা বাগান দেখে এলাকার যুব সমাজও কমলা চাষে আগ্রহী হয়ে উঠছেন। তারা বলছেন, কৃষি অফিসের সহযোগিতায় কমলা চাষ করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবেন।

বিজ্ঞাপন

উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান জানান, কমলা চাষে এই উদ্যোক্তাকে কৃষি অফিস থেকে সবরকম সহযোগিতা করা হয়েছে। নতুন কেউ কমলা চাষে আগ্রহী হলে কৃষি অফিস থেকে সহযোগিতা করা হবে।