বাড়তি দামে সার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাড়তি দামে সার বিক্রিসহ বিভিন্ন অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সহযোগিতায় ছিলেন জেলা টাস্কফোর্স, ছাত্র প্রতিনিধি, ক্যাবের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অভিযান সূত্রে জানা যায়, জেলা টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দামুড়হুদার বিভিন্ন এলাকায় তদারকি করে। এ সময় ব্রিজ মোড় এলাকায় এসএস অটো মোবাইল প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানের মালিক সেলিম উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, ব্রিজ মোড় এলাকার আনোয়ার অটো মোবাইল সার-কীটনাশক ও তেলের দোকানে অভিযান চালিয়ে ক্রয়-বিক্রয়ের ভাউচার প্রদান না করায় প্রতিষ্ঠানটির মালিক আনোয়ার হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং লিফলেট বিতরণ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।