বৈঠকে নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘ভালো নির্বাচনের’ প্রতিশ্রুতি দেওয়া অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রথমবারের মত বৈঠকে বসেছে।

সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে এই সভা শুরু হয়।

বিজ্ঞাপন

বৈঠকে চার নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, তহমিদা আহমদ ও আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত রয়েছেন। নির্বাচন কমিশন (কার্যপ্রণালী) বিধিমালার ৩ (২) বিধি অনুযায়ী, কমিশনের বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য চারজন নির্বাচন কমিশনারের নেতৃত্বে পৃথক চারটি কমিটি গঠনের কথা রয়েছে এ সভায়।

এছাড়া ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি প্রণয়ন এবং জাতীয় সংসদের সীমানা নির্ধারণ নিয়ে পাওয়া আপত্তির বিষয়গুলো নতুন কমিশনকে জানানো হতে পারে এ সভায়।

বিজ্ঞাপন

সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে নিয়োগ দেয় সরকার। তার সঙ্গে আরও চারজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।