অভিনব পন্থায় রোহিঙ্গা ভোটার ধরলো ইসি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভোটার হতে এসে এক থেকে দশ পর্যন্ত গুণতে না পারায় নির্বাচন কমিশনের(ইসি) মাঠ পর্যায়ের কর্মকর্তার হাতে ধরা পড়লো রোহিঙ্গা। সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে এমন ঘটনা ঘটেছে।

সোমবার (২ ডিসেম্বর) পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল ১ ডিসেম্বর আনুমানিক দুপুর ১২:৩০ মিনিটে একজন আগন্তুক গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা নির্বাচন অফিস কক্ষে প্রবেশ করে, আগমনের কারণ জানতে চাইলে, একটি ভোটার নিবন্ধন ফর্ম-২ তার হাতে দিয়ে ভোটার হবার ইচ্ছা প্রকাশ করেন। তাকে বসতে বলে নাম ঠিকানা জিজ্ঞেস করলে ঠিকমতো বলতে পারেনি, তখন একটু সন্দেহ হলে উপজেলা নির্বাচন অফিসার তাকে এক থেকে দশ পর্যন্ত গণনা করতে বলেন। গণনায় তার উচ্চারণ সঠিক ছিল না, ফলে আরো বিস্তারিত জিজ্ঞাসা করার জন্য অফিসের নিচে গেটে তালা দিয়ে দেয়, তখন আরো দুজন বাংলাদেশি ব্যক্তি উক্ত রোহিঙ্গা ভোটার মোহাম্মদ নুরুল আমিনকে ভোটার করার জন্য সুপারিশ করেন তাদের নাম তায়েব সরকার ও জীবন কৃষ দীপন উজ্জ্বল।

এতে আরো বলা হয়েছে, অধিক জিজ্ঞাসাবাদ করে রোহিঙ্গা নিশ্চিত হয়ে থানায় খবর দিলে, পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয় এবং রাত্রে উপজেলা নির্বাচন অফিসার, সাদুল্লাপুর, গাইবান্ধা থানায় এজাহার দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন