বগুড়ার দুর্ধর্ষ সন্ত্রাসী সোহাগ সরকার গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

সোহাগ সরকার গ্রেফতার/ছবি: সংগৃহীত

সোহাগ সরকার গ্রেফতার/ছবি: সংগৃহীত

বগুড়া শহরের দুর্ধর্ষ সন্ত্রাসী ও পুলিশের তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী সোহাগ সরকারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ৷ তার নামে হত্যাসহ ১৩টি মামলা রয়েছে।

রোববার (১ ডিসেম্বর) রাত ৯টার দিকে শহরের সূত্রাপুর কসাইপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়৷

বিজ্ঞাপন

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার (মিডিয়া) এতথ্য নিশ্চিত করেছেন।

সোহাগ সরকার চকসুত্রাপুর এলাকার মজিবর রহমানের ছেলে। এছাড়াও তিনি বগুড়া পৌরসভার আলোচিত সাবেক কাউন্সিলর যুবলীগের বহিস্কৃত নেতা মতিন সরকারের ভাই।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহাগ সরকারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর তার নামে দায়ের হওয়া একটি বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার সোহাগ সরকারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।