রাঙ্গুনিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে প্রবাসীর মৃত্যু, আহত ৫
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মো. মামুন (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত মামুন সরফভাটা এলাকার মেহের বাপের বাড়ির বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
রোববার (১ ডিসেম্বর) রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের ইত্যাদি চত্বরে এ ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে হাসপাতালে ৬ জন রোগী আনা হয়। যাদের শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এদের মধ্যে একজন মারা গেছেন। আহত ৪ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত ডা. মো. শাহেদ জানান, হাসপাতালে আনার আগেই মামুনের মৃত্যু হয়েছিল। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
জানা যায়, শনিবার সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এর রেশ ধরে সরফভাটা মেহের বাপের বাড়ির সঙ্গে তিন পাড়ার মধ্যে উত্তেজনা বিরাজ করে। রোববার বৈঠকে দুই এলাকার লোকজন বাগবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।