আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে পদযাত্রা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে আক্রমণের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে নয়াপল্টন পর্যন্ত পদযাত্রা করছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে এই পদযাত্রা করে সনাতনী ধর্মাবলম্বীদের এই সংগঠন। এর আগে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমরা লড়াই করব, দিল্লীর দাসত্বকে খান খান করে দেব। ভারতের হিন্দুত্ববাদী সরকার ধর্মীয় কার্ড বাংলাদেশেও খেলতে চাচ্ছে। গত ১৫ বছর ধরে এতো হিন্দু নির্যাতনের শিকার হলো কিন্তু তারা কিছু বলেনি। এখন ঘটনা না ঘটলেও মোদি মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় দা বলেন, গত ১৬ বছর ধরে হিন্দুদের ওপর হওয়া নির্যাতন নিয়ে আমরা কথা বলে আসছি, তখন তো আপনাদের দেখিনি। এখন আমাকে বলে, আমি নাকি হিন্দুদের বিপক্ষে। ক'দিন আগেও চিন্ময় কৃষ্ণ দাস আমাকে ফোন দিয়ে বলে আপনি তো হিন্দুদের বিপক্ষে কথা বলেন, আমি বললাম, গত ১৫ বছর ধরেই তো আমরা হিন্দুদের পক্ষে বলে যাচ্ছি, তখন তো আপনাদের দেখি নাই।

বিজ্ঞাপন

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিএনপি ও হিন্দু সনাতনী ধর্মাবলম্বীদের অনেকে।