সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় শামসুল হক (৬৫) নামে এক কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে। শামসুল হক শহরের ইসলামবাগ রেলওয়ে বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সামনের এলাকার মৃত শফিউদ্দীনের ছেলে।
নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় শামসুল হক (৬৫) নামে এক কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে। শামসুল হক শহরের ইসলামবাগ রেলওয়ে বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সামনের এলাকার মৃত শফিউদ্দীনের ছেলে।
নরসিংদীর শিবপুর উপজেলায় জমির সীমানাকে নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চোখ হারাতে বসেছে প্রবাস ফেরত মাসুম মিয়া।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার সাধারচর ইউনিয়নের কালুয়ারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত প্রবাস ফেরত মাসুম মিয়া কালুয়াকান্দা হারুন অর রশিদের ছেলে। মাসুম ঢাকা জাতীয় চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় জড়িত একই গ্রামের মৃত হালিম মিয়ার ছেলে আফজাল হোসেন (৫৫) ও তার ছেলে মোঃ সোয়েব মিয়া (২২) বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
আহত প্রবাস ফেরত মাসুম মিয়ার বাবা হারুন অর রশিদ জানান, আমার আপন চাচাত ভাইয়ের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। মঙ্গলবার বিকেলে জমিতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। গালিগালাজ করিতে নিষেধ করিলে আফজাল ও তার ছেলে মোঃ সোয়েব মিয়া (২২) সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন আমাকে ও আমার ছেলে মোঃ মাসুমকে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
এ সময় তাদের এলোপাতাড়ি লাঠির আঘাতে মাসুমের ডান চোখ গুরুতর জখম হয়। আমার মাথায় আঘাত করে কাটা রক্তাক্ত জখম করে। এসময় আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রতিপক্ষরা বিভিন্ন ধরণের ভয়ভীতি এবং হুমকি প্রদান করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে মাসুমকে জাতীয় চক্ষু হাসপাতালে রেফার করেন। মাসুম ঢাকা জাতীয় চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ডাক্তার জানান, মাসুমের ডান চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে। আর কোন দিন সে ডান চোখ দিয়ে দেখতে পারবে না। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি। এই ঘটনায় শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ দেন মাসুমের বাবা হারুন অর রশিদ।
ঘটনার পর থেকে অভিযুক্ত আফজালের মোবাইল ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসাঈন বলেন, অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
লিঙ্গ ভিত্তিক সহিংসতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য ভোলায় কিশোর ও তরুনদের নিয়ে যুবসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ ডিসেম্বর) দুপুরে ইয়ুথ ফর চেজ বাংলাদেশ ফাউন্ডেশন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় শহরের ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে "Rise Against Fear: Stand for Equality" শীর্ষক 16 Days of Activism অনুষ্ঠিত হয়।
এসময় লিঙ্গভিত্তিক সহিংসতা (GBV) এর বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং যুবসমাজের ক্ষমতায়ন ছিল এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলার মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপ পরিচালক রোকন উদ্দিন, ভোলা প্রেস ক্লাবের আহ্বায়ক নজরুল হক অনু, সদর উপজেলা তথ্য আপা কর্মকর্তা আপরান হক।
এই কার্যক্রমে "ডিসকাশন পয়েন্ট" এবং "অরেঞ্জ ফেস্ট"-এর মতো কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল। "ডিসকাশন পয়েন্ট"-এ অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন, যেখানে লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় সুনির্দিষ্ট পদক্ষেপের বিষয়ে আলোকপাত করা হয়। "অরেঞ্জ ফেস্ট"-এ ছিল বিভিন্ন ইন্টারেক্টিভ গেম, নাট্য প্রদর্শনী এবং গল্প বলার সেশন, যা যুবসমাজকে লিঙ্গ সমতা এবং GBV সম্পর্কে সচেতন করে তুলেছে।
ইয়ুথ ফর চেজ বাংলাদেশের হেড অফ ইয়ুথ এঙ্গেজমেন্ট জহির রায়হান বলেন, ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশন, ২০১৮ সাল থেকে যুবদের ক্ষমতায়ন এবং সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করছে। সংগঠনটি বিশ্বাস করে, এই কার্যক্রম যুবসমাজ এবং সমাজের অন্যান্য স্তরের মধ্যে সংহতি তৈরি করেছে এবং লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দিয়েছে। এই অনুষ্ঠানটি দুপুর ২টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত চলে এবং এতে প্রায় শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
পিরোজপুর ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের একটি যৌথ দল ভান্ডারিয়া যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথীকে। সে ভান্ডারিয়া পৌরশহরের মো. আজাদ জোমাদ্দার এর মেয়ে।
বুধবার (৪ ডিসেম্বর) তাদের ভান্ডারিয়াস্থস বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সোবাহান জানান, ককটেল বিস্ফোরণ করে পিরোজপুর বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পিরোজপুর ডিবি পুলিশের ইন্সপেক্টর ইয়াসিন খান জানান, পিরোজপুর সদর থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহম্মেদ আনওয়ার জানান, আসমা সুলতানা যুথী’র বিরুদ্ধে ভান্ডারিয়া ও পিরোজপুর থানায় একাধিক মামলা রয়েছে।
প্রায় ৪ মাস আগের পতিত স্বৈরাচার সরকারের প্রধান ও বিভিন্ন নেতাদের ভারতে অবস্থান ও দেশটির বিভিন্ন ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যমত গড়ে তোলায় একাট্টা হয়েছে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা সকল রাজনৈতিক দল।
বৈঠকে সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে নিয়ে ভারতসহ সারা বিশ্বে চলা প্রোপাগান্ডা, আগরতলায় সহকারী হাইকমিশন অফিস ভাঙচুর ও পতাকা অবমাননা এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে মিথ্যা অপপ্রচার চলছে এই তিনটি বিষয়কে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চাওয়া হলে তারা এই মতামত ব্যক্ত করেন।
বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকাল সাড়ে ৪টায় শুরু হয় এই বৈঠক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই বৈঠক শেষ হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। বৈঠকে সরকারে পক্ষে তিনটি বিষয়ে মতামত চাওয়া হলেও নির্বাচন সহ জাতীয় ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে বক্তব্য তুলে ধরেন দলগুলোর শীর্ষ নেতারা। পরে সে সব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সম্প্রতি ঘটতে থাকা দেশি-বিদেশি বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবিলায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যমুনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আগামীকালও একই বিষয়ে ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে।
বাংলাদেশ নিয়ে সম্প্রতি ভারতের বিভিন্ন প্রোপাগান্ডার ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম, তারা এটাকে মুছে দিয়ে আগেরটায় ফিরে যেতে চায়। মুখে বলছে না যে আগেরটা, কিন্তু ভঙ্গী হলো আগেরটা ভালো ছিল। তাদের শক্তি এতো বেশি যে তারা মানুষকে এর ভেতরে ভেড়াতে পারছে। তাদের কল্পকাহিনীর কারণে মানুষ সন্দেহ প্রকাশ করছে যে এটা কী ধরনের সরকার হলো।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, এখন আমাদের সাড়া দুনিয়াকে বলতে হবে যে, আমরা এক, আমরা যেটা পেয়েছি সেটা একজোট হয়ে পেয়েছি, কোনো মতবাদের কারণে পাইনি, ধাক্কাধাক্কি করে পাইনি, যারা আমাদের ওপর চেপে ছিল, তাদের উপড়ে ফেলেছি। এটাই সবার সামনে তুলে ধরতে হবে, সবাই মিলে যেন এটা করতে পারি। আমাদের নতুন বাংলাদেশের যাত্রাপথে এটা মস্ত বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, অস্তিত্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বৈঠক শেষে বের হয়ে ডান, বাম সহ ইসলামী দলগুলোও সবাই ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি মোকাবিলার কথা জানিয়েছেন। বৈঠকে অংশ নিয়েছিলো বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক কমিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির, জাতীয় পার্টির (জাফর), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ), নাগরিক ঐক্যে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে ওলামায়ে ইসলাম, এনপিপি সহ আরও বেশ কিছু রাজনৈতিক দলের প্রতিনিধি দল।
বৈঠক শেষে বের হয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল গণমাধ্যমকে বলেন, সবাই একটা কথা বলেছেন, আমাদের আর শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোনো অবকাশ নেই। যেকোনো ধরনের অপপ্রচার এবং উসকানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আমাদের ঐক্য অটুট রাখব। আমরা সাহসী থাকব, ভবিষ্যতে যেকোনো অপপ্রচার বা উসকানি দিলে আমরা আমাদের ঐক্যকে আরো বেগবান রাখার প্রচেষ্টা অব্যাহত রাখব।
সরকারের সঙ্গে ঐক্যমতে আসার কথা জানিয়েছে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিও। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঐকমত্য প্রকাশ করেছি। যেভাবে আগস্ট মাসে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে বিদায় করা হয়েছে এবং এখন তাদেরকে যারা সহযোগিতা করছে তাদের সবাইকে আমরা মোকাবিলা করব। প্রধান উপদেষ্টা বলেছেন, জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্য তিনি যথাযথ পদক্ষেপ নেবেন। আজকে আমরা যারা রাজনৈতিক দলগুলো এখানে ছিলাম তারা সবাই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য একমত হয়েছি।
গণতান্ত্রিক বাম জোটের পক্ষে ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, স্বৈরাচারের পলায়নকে ভারত সরকার তাদের নিজের পরাজয় হিসেবে বিবেচনা করে আসছে। তাই এই দেশের বিরুদ্ধে ভয়ানকভাবে তৎপর। হিন্দু মুসলমান দাঙ্গা তৈরি করার চেষ্টা করছে। সরকারে কাছে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ঐক্যমত ব্যক্ত করেছি। আমরা সমতা, ন্যায্যতা ও সমঅধিকারের ভিত্তিতে ভারতের সঙ্গে সকল অমিমাংসিত বিষয়গুলো ন্যায্যভাবে সমাধান করতে চাই।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব একমত প্রকাশ করেছে ইসলামী দলগুলো। বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, একটি জায়গায় সবাই একমত হয়েছি, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এখানে আমরা একমত থাকব। যেমন অতীতে ছিলাম। ৫ আগস্টেও যেমন ছিলাম।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার সরকার আওয়ামী লীগের পতন হলে দলীয় প্রধান শেখ হাসিনা সহ দলটির অনেক নেতা ভারতে পালিয়ে চলে যান। এরপর থেকে ভারতীয় বিভিন্ন মিডিয়া বাংলাদেশ নিয়ে নানা মিথ্যা ও অপতথ্য ছড়াতে থাকতে। কোন রকম যাচাই-বাছাই ছাড়াই পুরনো ফটো ও ভিডিও দিয়ে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে এমন সংবাদ প্রকাশ করে আসছে। একই সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বার বার দেশে এসে তথ্য সংগ্রহের আহ্বান জানানো হলেও তাতে সাড়া দেয়নি তারা।
এরই ধারাবাহিকতায় ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে পতাকা অপমানের রাষ্ট্রদোহ মামলায় গ্রেফতারকে কেন্দ্র করে ভারতের সরকার ও বিভিন্ন মিডিয়া একজোট হয়ে নানা গুজব ছড়ায়। একই সঙ্গে দেশটিতে সনাতনী ধর্মের অনেক সংগঠনও বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন করে।
এর জেরে গত সোমবার দুপুরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়। সেখানে হামলা, ভাঙচুর, ফ্ল্যাগস্ট্যান্ড ভেঙে বাংলাদেশের মর্যাদার প্রতীক জাতীয় পতাকা খুলে নিয়ে পোড়িয়ে দেয়া হয়।