শ্রীপুরে বাজার ইজারা নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৮
গাজীপুরের শ্রীপুরে একটি বাজার ইজারা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আট জন আহত হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় বুধবার (৪ ডিসেম্বর) সকালে শ্রীপুর থানায় আফতাবউদ্দিন ও শাকিল নামে দুই ব্যক্তি পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন।
এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে জেলার শ্রীপুর পৌরসভার সিঅ্যান্ডবি বাজারে এ সংঘর্ষ সৃষ্টি হয়। এ সময় দুটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে হামলাকারীদের বিরুদ্ধে।
হামলায় আহতরা হলেন, মানিক (৫৫), নূরুল আমিন (৪৩), আলফাতুন (৩৮), আফতাবউদ্দিন (৪৮), সাব্বির হোসেন (২৫), সোহান (২২), শুভ (২৮) ও আজমল হোসেন সাব্বির (২৬)।
আহত আফতাবউদ্দিনের দেয়া অভিযোগে বলা হয়, তার প্রতিপক্ষ শাকিলের সঙ্গে সিঅ্যান্ডবি বাজার নিয়ে বিরোধ রয়েছে। অভিযুক্তরা বাজারের ব্যবসায়ীদের নির্যাতন করে থাকে। প্রতিবাদ করায় শাকিল তার ভাড়াটে বাহিনী নিয়ে হামলা চালায়। এ সময় আমাদের চারজনকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।
অপরদিকে শাকিলের অভিযোগ সিঅ্যান্ডবি বাজারের বৈধ ইজারাদার তিনি। আফতাবউদ্দিন তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এ বিষয়ে পৌরসভা ও ইউএনও অফিসে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি তিনি। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শাকিলের ছোট ভাই সনিকে আটকে রাখে ওই গ্রুপের লোকজন। তাকে উদ্ধার করতে গেলে হামলা চালানো হয়। এ সময় দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চারজনকে গুরুতর আহত করে। এছাড়াও ছয়টি দোকান ভাঙচুর ও দুটি মোটরসাইকেল পুড়ানো হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।