ইসির সঙ্গে বৈঠকে সংস্কার কমিশন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে ৩টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়।

বিজ্ঞাপন

ইসি সূত্রে জানা যায়, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানের অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এ বৈঠক।

গত ২১ নভেম্বর সিইসি পদে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিয়োগ দেন। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাছউদ, সাবেক যুগ্মসচিব তাহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

বিজ্ঞাপন

চলতি বছরের আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর নির্বাচনি ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে বদিউল আলম মজুমদারকে প্রধান করে গঠন করা হয় কমিশন।