পঞ্চগড়ে সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় নারীসহ আটক ৫ বাংলাদেশী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতের অনুপ্রবেশের সময় একই পরিবারের ৪ জন সহ ৫ বাংলাদেশী আটক হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার দেবনগড় ইউনিয়নের শিবচন্ডি সীমান্তের মেইন পিলার ৭৪০ এর ৩ নম্বর সাব পিলার এলাকা থেকে তাদের আটক করে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটায়িলনের শুকানী বিওপির সদস্যরা।

বিজ্ঞাপন

এসময় তাদের কাছে নগদ বাংলাদেশী ১৪ হাজার ৭০৭ টাকা ও নগদ ৪০৫ ভারতীয় রুপি, একটি স্মার্ট ফোন, তিনটি বাটন ফোন, এক ভরি স্বর্ণালংকার, ৭ ভরি রৌপ্যলংকার, দুইটি হাত ঘড়ি জব্দ করা হয়। বুধবার রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ধন্দুগাঁও এলাকার মনিরাম চন্দ্র বর্মন (৫১), তার স্ত্রী হিরা রানী বর্মন (৩৫), ছেলে রিপন চন্দ্র বর্মন (২১), মেয়ে পাপড়ি রানী বর্মন (১৩) ও মনিরামের ভাতিজা নিমাই চন্দ্র বর্মন (২৩)। তবে মনিরামের মেয়ে পাপড়ির অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে পরিবারের অন্য সদস্যদের হাতে হস্তান্তর করা হয়। এছাড়া অপর ৪ জনকে অবৈধ অনুপ্রবেশের দায়ে তেতুঁলিয়া থানায় বিজিবি পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ঠাকুরগাঁওয়ের এক দালালের মাধ্যেমে এক লাখ টাকার বিনিময়ে বুধবার পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের শিবচন্ডি এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের মদনবাড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের বাধাঁ প্রদান করে বিজিবির শুকানী ক্যাম্পে অবগত করেন। পরে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে শুকানী ক্যাম্পে নিয়ে যান।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মো. বদরুদ্দোজা বলেন, সীমান্ত দিয়ে দালালের মাধ্যেমে এক লক্ষ টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল তারা। আমাদের টহল দল তাদের সীমান্ত এলাকা থেকে আটক করেছে। এঘটনায় তেতুঁলিয়া থানায় বিজিবি পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সীমান্তে বিজিবির কড়া নজরদারি রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক, চোরাচালান রোধে বিজিবি সদা প্রস্তুত।