নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারতের সহযোগিতা ছিল সেটা আমরা স্মরণ করি। ৯ মাসের মুক্তিযুদ্ধ আমরা শুরু করেছি, শেষও আমরাই করেছি। এটা আমাদের যুদ্ধ। সারা বিশ্ব জানে এই ঘটনা। তবে আমাদের যুদ্ধে ভারতের সহযোগিতা ছিল সেটা আমরা স্মরণ করি।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটের তৃতীয় ব্যাচ শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্ট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
বিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত বলেন, ভারতের প্রধানমন্ত্রী যে পোস্ট করেছেন, সেটি তার ব্যক্তিগত। ১৬ ডিসেম্বর এবং নয় মাসের যুদ্ধ এটি বাংলাদেশের। নয় মাস আমাদের দেশ বড় রক্তপাতের মাধ্যমে কাটিয়েছে। আমাদের মানুষের প্রাণহানি হয়েছে। আমাদের নারীরা সম্ভ্রম হারিয়েছেন। মুক্তিযুদ্ধের ৫২ বছর পরে এসে এ ধরণের কথায় যারা যুদ্ধ করেছেন তারাও আহত হবেন।
এর আগে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের মেরিন একাডেমিগুলোকে আরও বৃহৎ পরিসরে নেওয়ার চেষ্টা চলছে। আমাদের নাবিকদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করার জন্য দক্ষ ও প্রশিক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, মেরিনে আমাদের নারীদেরও সম্পৃক্ত করার লক্ষ্যে বিদেশ থেকে ৫জন পুরুষ ও ৫জন নারী প্রশিক্ষককে দেশে আনা হয়েছে। এতে মেরিন একাডেমিগুলো আরও সমৃদ্ধ হবে। নারীরাও চ্যালেঞ্জিং এই পেশায় যুক্ত হবেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতে মেরিন একাডেমিগুলোকে নৌবাহিনীর সঙ্গে সংযোগ স্থাপন করা হবে। যাতে মেরিন একাডেমিতে পড়াশুনা শেষ করে নৌবাহিনীতে যোগ দিতে পারে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটের কমান্ড্যান্ট মেরিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে ৪১জন ক্যাডেটকে শপথবাক্য পাঠ করানো হয়।
পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নে করতোয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন এবং টলি গাড়ি দিয়ে বহন করার দায়ে টলি গাড়ির মালিক মজিবর নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন এবং নৌকা মালিক না থাকায় একটি বালুসহ নৌকা জব্দ করেছেন বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফুয়াদ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করতোয়া নদী কালিয়াগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নাজিরগঞ্জ (সাবেক ছিটমহল) এলাকায় এ মোবাইল কোর্টটি পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন, বোদা থানা পুলিশের একদল চৌকস পুলিশ সদস্য সহ গ্রাম পুলিশের সদস্যরা।
স্থানীয়রা বলেন, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের জন্য আমাদের এলাকায় প্রতিনিয়ত নদী ভাঙ্গনের কবলে পড়ছে। আমাদের আবাদি জমি নষ্ট হচ্ছে। আমাদের ডাকে সারা দিয়ে প্রশাসন উপযুক্ত ব্যাবস্থা নিয়েছেন। আমরা এলাকাবাসী খুবই খুশি।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) জানান, দীর্ঘদিন থেকে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করেছে। খবর পেয়ে আজ অবৈধ বালু উত্তোলনকারী টলি গাড়ির মালিককে বালু মহল না হওয়ায় বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা করা হয়েছে। সেই সাথে সতর্ক করা হয়েছে যাতে ওই এলাকায় আর কোন বালু উত্তোলন করা না হয়। একটি নৌকা ও চারটি ব্যালচা জব্দ করা হয়েছে।
ঢাকাগামী বুড়িমারী ও লালমনি এক্সপ্রেস ট্রেন দুইটি সরাসরি বুড়িমারী থেকে চালুর দাবিতে রেলপথ ও সড়ক পথ অবরোধ করেছে হাতীবান্ধা উপজেলার সচেতন জনগন। এতে ৩টি ট্রেনসহ শত শত যানবাহন আটকা পড়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর থেকে হাতীবান্ধা রেলস্টেশনে রেলপথ ও বন্দরে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন সচেতন জনগন।
জানা গেছে, লালমনিহাটে দীর্ঘ প্রতীক্ষার পর বুড়িমারী-ঢাকা রেলরুটে চলতি বছরে ১২ মার্চ বুড়িমারী রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে আন্তঃনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’। উদ্বোধনী দিনের পর থেকে বুড়িমারী আসেনি বহুল কাংখিত এ ট্রেন। উদ্বোধনের ৯ মাস পেরিয়ে গেলেও বুড়িমারী রেলস্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচল করেনি। উদ্বোধনের পর থেকেই লালমনিরহাট রেলস্টেশন থেকে ঢাকার রুটে চলাচল করে। পাটগ্রাম উপজেলার বুড়িমারী রেল স্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচলের জন্য অত্র এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি। সেই দাবি পুরনে আন্তঃনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেস নাম পেলেও বুড়িমারী ষ্টেশন থেকে যাতায়ত করছে না।
এছাড়াও বিগত বিএনপি জামায়াতের ক্ষমতায় লালমনিরহাট জেলা শহর থেকে ঢাকাগামি আন্তঃনগর লালমনি এক্সপ্রেস চালু হয়। সেটিও জেলা শহর থেকে যাত্রা করছে। ফলে ট্রেন দু'টি লালমনিরহাট জেলাবাসীর জন্য হলেও সদর উপজেলা ব্যাতিত বাকী ৪ উপজেলা এবং বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ী ও ইমিগ্রেশনের যাত্রীরা সুবিধা বঞ্চিত রয়েছে। এসব যাত্রীকে এ দুই ট্রেনে যাতায়ত করতে প্রায় একশত কিলোমিটার পথ পাড়ি দিতে হয়।
দাবি পূরণের জন্য অবস্থান, স্মারকলিপি ও মানববন্ধনসহ নানান কর্মসুচি পালন করেছে স্থানীয় জনগন। প্রশাসন ও রেলভবন শুধুই প্রতিশ্রুতি দিয়ে আসছেন। কার্যত কোন সুফল পায়নি চার উপজেলার মানুষ। তাই তাদের দাবি আদায়ে মঙ্গলবার দুপুরে লালমনিরহাট বুড়িমারী রেলরুটের হাতীবান্ধা ষ্টেশনে রেলপথ অবরোধ করেন। এতে বুড়িমারী থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি হাতীবান্ধা রেলষ্টেশনে, বুড়িমারী গামি আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি কালীগঞ্জের কাকিনা ষ্টেশনে ও একই পথে আদিতমারী ষ্টেশনে অপর একটি কমিউটার ট্রেন আটকা পড়ে।
একই দাবিতে বিকেলে হাতীবান্ধা উপজেলার বন্দর এলাকায় লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। ফলে উভয় পাশে প্রায় দেড় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে শত শত যানবাহন। দাবি আদায়ের লক্ষ্যে মহাসড়কে শুয়ে পড়েছেন স্থানীয়রা। ফলশ্রুতি ঢাকার সাথে সড়ক ও রেলপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা।
হাতীবান্ধা সচেতন জনগনের এর পক্ষে ফিরজ হোসেন বলেন, বুড়িমারী নামে নামকরণ হলেও বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী রেলস্টেশন থেকে ছেড়ে যায় না। বুড়িমারী ও হাতীবান্ধা মানুষের দাবি খুব দ্রুত ট্রেন দুইটি বুড়িমারী রেলস্টেশন থেকে সরাসরি ঢাকা রুটের চলাচলের ব্যবস্থা করা।
হাতীবান্ধা পাটগ্রামের সাবেক সংসদ সদস্য প্রায়ত জয়নাল আবেদিন সরকারের ছেলে শাহিদুজ্জামান কোয়েল, কমরেড শওকত হোসেন, সচেতন জনগণের পক্ষে ফিরজ হোসেন, নিশাত ফারুক, সাংবাদিক আসাদুজ্জামান সাজু,সচেতন মহলের পক্ষে শামসুল আলম খান বুলেট, বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের তাওহী, মহসিনসহ অনেক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার আব্দুস সালাম বলেন, রেল ও সড়ক পথ অবরোধকারীদের সাথে আমরাও একমত। তবে রেক সল্পতা ও ট্রেনের যাত্রা শুরু শেষ ষ্টেশনে কিছু অনুষঙ্গতা প্রয়োজন। যা বাজেট সল্পতার কারনে দেয়া সম্ভব হচ্ছে না। তাদের দাবির বিষয়টি ঊর্দ্ধতন মহলকে অবগত করা হচ্ছে। তবে অবরোধকারীরা আর কিছু দিন সময় দিলে তাদের দাবি পুরন করা সম্ভব হবে।
সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
মঙ্গলবার (১৭ ডিসম্বের) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি একথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নির্বাচনের দিনক্ষণ, তফসিল সব বিষয়ে নির্বাচন কমিশন জানাবে।তবে প্রধান উপদেষ্টার বক্তব্যে ধরে নেওয়া যায় ২০২৬ সালের ৩০ জুন বা কাছাকাছি সময়ে নির্বাচন হবে।
অপর এক প্রশ্নে তিনি বলেন, নির্বাচনের আগে কতটা সংস্কার হবে তা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে কমিশন সবার সঙ্গে আলোচনা করে ঠিক করবে। ঐক্যমত্যে কমিশন ছোট দল, বড় দল নয়, সমাজের প্রতিটি অংশীজনের মতামতকে গুরুত্ব দেবে।
এদিকে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, যেকোন সময় নির্বাচন আয়োজনে প্রস্তুত আছে কমিশন।
এর আগে, সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মোটাদাগে বলা যায়, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়।
তার আগে, ১৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের আর কত মাস প্রয়োজন, তা জনগণের জানার অধিকার আছে। আগামী দিনের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি অবশ্যই গণ-আকাঙ্ক্ষাবিরোধী হবে।
শিশির ভেজা ভোরে লতানো গাছের দিকে তাকালে চোখ জুড়ে যাবে গোলাপি রঙের ফুল ও সবুজ সতেজ শিমে। মাঠের পর মাঠে মাচাংয়ে শোভা পাচ্ছে ফুল ও শিম। শীতের শুরু হতে না হতেই ক্ষেত থেকে শিম তুলে বাজারে বিক্রি করছেন চাষিরা। প্রচলিত শিম থেকে ব্যতিক্রম হওয়া বাজারে ব্যাপক চাহিদা রয়েছে সিলেটের গোয়ালগাদ্দা শিমের। ৮ থেকে ১০ ইঞ্চি লম্বা ও ২ থেকে ৩ ইঞ্চি প্রস্থের গোয়ালগাদ্দা শিম খেতে সুস্বাদু। দেশের গন্ডি পেরিয়ে রফতানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। কৃষকরা আঞ্চলিক বাজারে নিয়ে এলে পাইকাররা সেখান থেকে ক্রয় করে বিভিন্ন স্থানে প্রেরণ করেন।
কৃষকরা বলছেন-সঠিক সময়ে সরকারি সুযোগ-সুবিধা পেলে আরও বেশি শিম উৎপাদন সম্ভব। পাইকারি বাজারে শিমের ন্যায্যমূল্য পাচ্ছেন না। কৃষি অধিদফতরের বিপণন বিভাগ থেকে মূল্য নির্ধারণ করলে বাজারে ন্যায্যমূল্যে শিম বিক্রি করে লাভবান হবেন বলে দাবি চাষিদের।
জানা যায়, ভাদ্র মাসের শেষের দিকে গোয়ালগাদ্দা শিমের বীজ রোপণ করা। পরে সার সেচ ও কীটনাশক প্রয়োগের মাধ্যমে পরিচর্যা করে চারা গাছ একটু বড় হলে মাচাং তৈরি করে তিন মাসের মধ্যেই বিক্রি করার মতো হয়ে যায় শিম। অল্প সময়ে স্বল্প পুঁজি লাভজনক হওয়াতে সিলেটের গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও দক্ষিণ সুরমা উপজেলায় বিশেষ এ জাতের শিমের চাষ হয়ে থাকে। তবে বেশি চাষ হয় গোলাপগঞ্জ উপজেলা।
শুধু এ বছর গোলাপগঞ্জ উপজেলায় ৭৪২ হেক্টর জমিতে শিম চাষ হয়েছে। স্থানীয় পুরকায়স্থ বাজার, চৌধুরী বাজার ও রাখালগঞ্জ বাজারে কৃষকেরা পাইকারি ব্যবসায়ীদের কাছে শিম বিক্রি করেন। সেখান থেকে পাইকাররা সরাসরি শিম সংগ্রহ করেন। পরবর্তীতে শিম প্রক্রিয়াজাত করে বিশ্বের বিভিন্ন দেশে রফতানি করে থাকেন।
কৃষি সম্প্রসারণ অধিদফতর সিলেট তথ্যমতে, ২০২৩-২৪ অর্থ বছরে সিলেট জেলায় ৪ হাজার ৩৯০ হেক্টর জমিতে গোয়ালগাদ্দা শিম চাষ হয়। উৎপাদন হয় ৫০ হাজার ৪৮৫ মেট্রিক টন। ২০২৪-২৫ অর্থ বছরে ৪ হাজার ২১০ হেক্টর জমিতে ৪৮ হাজার ৮৩৬ মেট্রিক টন শিম উৎপাদন হওয়ার সম্ভাবনা।
গোলাপগঞ্জ উপজেলার মিরদারচক গ্রামের শিম চাষি বিকাশ মালাকার বার্তা২৪.কমকে বলেন, তিন-চার মাস কষ্ট করে শিম চাষ করে বাজারে নিয়ে গিয়ে ন্যায্যমূল্য পাওয়া যায় না। কারণ বাজারে পাইকাররা সিন্ডিকেট তৈরি করে। আমাদের কাছ থেকে ৪০-৫০ টাকা কেজি ধরে কিনে নিয়ে গেলে ৭০-৮০ টাকা কেজি ধরে বিক্রি করেন। দিন-রাত অনেক কষ্ট করতে হয়।
লক্ষণাবন্দ ইউনিয়নের মুল্লা টিকর গ্রামের জয়নুল হক। কয়েক বছর আগে দেশে ফিরেছেন তিনি। এ বছর ৩৩ শতক জায়গায় গোয়ালগাদ্দা শিম চাষ করেছেন।
তিনি বলেন, ২০-২৫ ধরে আমরা শিম চাষ করে আসছি। গোয়ালগাদ্দা শিম ১০-১৫ বছর ধরে চাষ করে আসছি। চলতি বছর বৃষ্টির কারণে ফলন কম উৎপাদন হয়েছে। লাভ কিছু হবে। একেবারে লস হবে না।
একই এলাকার আব্দুছ ছামাদ। ৮ বছর সৌদি আরব ছিলেন। সেখান থেকে ২০ বছর আগে দেশে ফিরে আসেন। এরপর থেকে তিনি বিভিন্ন ধরনের শিম চাষ করে থাকেন।
আব্দুছ ছামাদ বলেন, যে পরিমাণ খরচাপাতি করেছি সে তুলনায় বাজার মূল্য অনেক কম। আমাদের এখানকার শিম বিশ্বের বিভিন্ন দেশে রফতানি করা হয়। সরকার থেকে সমান্য সার ও বীজ পেয়েছি। তাও সেটা অনেক দেরিতে দেয়া হয়। সরকার থেকে শিমের একটি নির্দিষ্ট দাম নির্ধারণ করে দিলে ভালো হয়। যদি পাইকারি ও খুচরা বাজারে শিমের দাম নির্ধারণ করা হয় তাহলে আমরা শিম চাষিরা লাভবান হবো।
রাখালগঞ্জ বাজারের পাইকারি ব্যবসায়ী রাসেল আহমদ বলেন, বাজারে কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন। আমরা এই বাজার থেকে শিম সংগ্রহ করে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেই। আগে থেকে অনেক সুযোগ-সুবিধা ভালো হয়েছে। দেশের গন্ডি পেরিয়ে বিদেশে রফতানি হওয়ায় গোয়ালগাদ্দা শিমের চাহিদা বাজারে অনেক বেশি।
তিনি বলেন, যদি সিলেট থেকে শিমগুলো বাইরের দেশে রফতানি করা যেতো তাহলে কৃষকের পাশাপাশি আমরাও লাভবান হতাম। কিন্তু আমাদের এখানে প্যাকিং হাউস না থাকায় রফতানি করা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে বেশি ঢাকায় ঢাকা থেকে অন্যান্য দেশে রফতানি করতে হয়। গোয়ালগাদ্দা শিম মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন রফতানি হয়ে থাকে।
কৃষি সম্প্রসারণ অধিদফতর, সিলেটের উপপরিচালক খায়ের উদ্দিন মোল্লা বলেন, সিলেট অঞ্চলের কৃষকরা আগে গোয়ালগাদ্দা চাষ করতেন না। আমরা সবসময় কৃষকদের পরামর্শ দিয়ে আসছি। কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ ও উদ্যোগের ফলে এ শিম নিয়ে তাদের উৎসাহ অনেকে বেড়েছে।
তিনি বলেন, দীর্ঘস্থায়ী বন্যা ও বৃষ্টির কারণে এ বছর আবাদ কম হয়েছে। গোয়ালগাদ্দা শিম বেশ সম্ভাবনাময় এটি ইউরোপসহ বিশ্বের কয়েকটি দেশে রফতানি হচ্ছে। সিলেট থেকে সরাসরি বিশ্বের বিভিন্ন দেশে শিম রফতানি করতে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। তাছাড়া কৃষকদের মধ্যে সঠিক সময়ে সার ও বীজ বিতরণ করা হচ্ছে।