রেললাইন ভাঙা থাকায় ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল ব্যাহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

ঢাকা-ময়মনসিংহ রেলপথের ধলা স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইন ভেঙে যাওয়ায় প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার সময় ধলা রেলওয়ে স্টেশনের এক কিলোমিটার দূরবর্তী স্থানে রেললাইনের জোড়ায় বেঁকে ভেঙে যায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় গফরগাঁও স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ও ধলা স্টেশনে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। খবর পেয়ে গফরগাঁও থেকে উপসহকারী প্রকৌশলী (পথ) এর কার্যালয় থেকে রেলওয়ে কর্মীরা ঘটনা স্থলে গিয়ে ভাঙা লাইনটি মেরামত করেন। পরে সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

গফরগাঁও স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল হারুন বলেন, লাইন ভাঙা থাকায় গফরগাঁও স্টেশনে মহুয়া কমিউটার ও ধলা স্টেশনে হাওর এক্সপ্রেস আটকা পরে। এতে প্রায় ১ ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

বিজ্ঞাপন