আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে টঙ্গীর ইজতেমা ময়দান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাবলীগ জামায়াতে দুই গ্রুপের ইজতেমা পূর্ববর্তী সময়ের প্রস্তুতি হিসেবে জোড় ইজতেমা করা নিয়ে হামলায় নিহত ও আহতের ঘটনায় ময়দান ও আশেপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই ইজতেমা মাঠ পুরোপুরি ফাঁকা দেখা গেছে। ময়দান ছেড়ে গেছেন মাওলানা সাদের অনুসারীরা। মাঠটি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশ সদস্যরা আছেন সতর্ক অবস্থানে। 

আশপাশের ৩ কিলোমিটারের মধ্যে কাউকে অবস্থান করতে দেয়া হচ্ছে না। যারাই এসব এলাকা দিয়ে যাতায়াত করছেন, তাদের তল্লাশি করা হচ্ছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ। 

পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল শুক্রবার (২০ ডিসেম্বর) থেকে জোড় ইজতেমা করতে চেয়েছিলেন মাওলানা সাদের অনুসারীরা। সাদপন্থীরা যেন ইজতেমা ময়দানে প্রবেশ করতে না পারেন, সেজন্য আগে থেকেই ময়দানে অবস্থান করছিলেন মাওলানা জোবায়েরের অনুসারীরা। এতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটলে নিহত হন চারজন এবং আহত হন শতাধিক মানুষ। এ ঘটনায় হতাহতের দায় একে অপরের ওপর চাপায় উভয়পক্ষ।

এ দিকে ইজতেমার মাঠে নিরাপত্তার বিষয় জানতে চাইলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিব বার্তা২৪.কমকে বলেন, বর্তমানে ইজতেমার ময়দানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। প্রথম মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি বলেন, এপিবিনের ১৩০ জন সদস্য ও অর্ধশত গাজীপুর মহানগর পুলিশের সদস্যকে মোতায়ন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে।

গতকালকের হামলার ঘটনায় মামলার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ আমরা পাইনি। ভুক্তভোগির পরিবার অভিযোগ দিলে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। এখন পর্যন্ত তিনজন নিহত ও দেড় শতাধিক আহতের তথ্য পেয়েছি। আমরা এ বিষয়ে কাজ করছি। 

বিজ্ঞাপন