সাংবাদিক সালেহ আকরামের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
সংবাদ উপস্থাপক সালেহ আকরামের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বার্ধক্যজনিত কারণে গত শনিবার রাতে রাজধানীর ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
সোমবার (২৩ ডিসেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক এ্যাড. মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় তিনি বলেন, সালেহ আকরাম এর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। তিনি একাধারে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বিবিসি বাংলা ঢাকার সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে দীর্ঘদিন কর্মরত থেকে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০০৬ সালে চারদলীয় জোট সরকারের আমলে মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ‘বাংলাদেশ আমার বাংলাদেশ’ নামে ঐতিহাসিক প্রামাণ্য চলচ্চিত্রটির ধারা বর্ণনা করেছেন।
তিনি একজন দক্ষ ও প্রাজ্ঞ সংবাদ পাঠক হিসেবে দায়িত্ব পালনে নিষ্ঠা ও সততাকে প্রাধান্য দিতেন। এক্ষেত্রে তার পেশাদারিত্বে তিনি ছিলেন আপোষহীন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি সমবেদনা।