নিষেধাজ্ঞার পরও সেই আতশবাজি-পটকা ফুটিয়েই নতুন বছর উদযাপন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পুলিশের পক্ষ থেকে সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হলেও রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে আতশবাজি ও ফানুস উড়িয়েই ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে রাজধানীবাসী।

এসময় আতশবাজির ঝলকে রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ। এর সঙ্গে রয়েছে পটকার শব্দ, তবে এবার সংখ্যায় ফানুস কম।

বিজ্ঞাপন

এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানোতে নিষেধাজ্ঞা দেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে এমন কাজ কেউ করলে তাদের জেলা ও জরিমানার আওতায় আনা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

তবে নিষেধাজ্ঞা ও আইনের তোয়াক্কা না করেই আতশবাজি, পটকা ফোটানো আর ফানুশ ওড়ানোর মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়েছে রাজধানী ঢাকাসহ দেশের মানুষ।

বিজ্ঞাপন