স্কুলের সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে’

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে’ এমন উস্কানিমূলক লেখা প্রদর্শিত হয়েছে। এতে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় জনগণ এবং রাজনৈতিক নেতারা বিষয়টির দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বুধবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সাইনবোর্ডে লেখাটি ভেসে ওঠে।

বিজ্ঞাপন

এদিকে, এ ঘটনার পর জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফিরোজুল ইসলাম এবং আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার মাহমুদুর রহমান। তদন্ত কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, ২০১৬ সালে একটি কোম্পানি বিদ্যালয়ের মূল ফটকে সাইনবোর্ডটি স্থাপন করে, যেখানে সাধারণত শিক্ষামূলক বাণী প্রদর্শিত হতো। তবে এই প্রথমবারের মতো এমন উস্কানিমূলক লেখা দেখানো হয়। তিনি আরও জানান, এ ঘটনার পর সাইনবোর্ডটির বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেওয়া হয়। দ্রুত সময়ের মধ্যে এক্সপার্টরা পরীক্ষা শুরু করবেন।

বিজ্ঞাপন

উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন বলেন, সাইনবোর্ডটি ইন্টারনেটের মাধ্যমে অ্যাপস দ্বারা পরিচালিত হয়। ধারণা করা হচ্ছে, কেউ অ্যাপসের পাসওয়ার্ড হ্যাক করে এই লেখা বসিয়ে দিয়েছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে এবং তদন্ত অব্যহত রয়েছে।

এ বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল আমিন বলেন, ‘ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবং কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’