বেকাফ থেকে শেখ হাসিনার দোসরদের অপসারণের দাবিতে বিক্ষোভ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বেকাফ থেকে শেখ হাসিনার দোসরদের অপসারণের দাবিতে বিক্ষোভ

বেকাফ থেকে শেখ হাসিনার দোসরদের অপসারণের দাবিতে বিক্ষোভ

দেশের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ও সিলেবাস প্রনয়ণকারী প্রতিষ্ঠান বাংলাদেশে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেকাফ) থেকে শেখ হাসিনার দোসরদের অপসারণের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা।

শুক্রবার (৩ জানুয়ারি) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে 'সচেতন কওমি ছাত্র সমাজ' এর ব্যানারে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, কওমি মাদ্রাসার ইতিহাস শাপলা চত্বরে রক্তাক্তের ইতিহাস। আমাদের ইতিহাস বায়তুল মোকাররমের এই উত্তর গেটে মোদির বিরুদ্ধে আন্দোলন করায় আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হেলমেট বাহিনীর হামলার ইতিহাস। তাই এই কওমি অঙ্গনের গুরুত্বপূর্ণ ও মাদ্রাসার শিক্ষা বোর্ড বেকাফকে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের মুক্ত করতে হবে।

এই বেকাফে এখনো স্বৈরাচার শেখ হাসিনার দোসররা রয়ে গেছে। আমরা কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা বারবার আন্দোলন ও প্রতিবাদ জানিয়ে আসলেও এখনো এই দোসরদের অপসারণ করা হয় নি।

বিজ্ঞাপন

ফ্যাসিবাদের দোসর মৌলভী উবায়দূর রহমান খান নদভীর ও আনাস মাদানীকে এখনো অপসারণ করা হয় নি। আমরা বেকাফের কাছে সব ধরনের তথ্য প্রমাণ দেওয়ার পরেও তাদের অপসারণ করা হচ্ছে না। অতিদ্রুত সময়ে এই আলেম নামে দালালদের অপসারণ না করা হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

বক্তারা আরও বলেন, মৌলভী উবায়দূর রহমান শেখ হাসিনার নির্দেশে টঙ্গির ইজতেমার মাঠে ভারতীয় নাগরিক মাওলানা সাদের নির্দেশে রাতের অন্ধকারে ঘুমন্ত মুসল্লিদের ওপর হামলার পরিকল্পনাকারী। উবায়দূরসহ এই হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।