ঢাবি’তে কর্মচারীদের ভবন দখলের হুঁশিয়ারি
আবাসন সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত কর্মচারীদের জন্য নব নির্মিত ভবন দখলের হুঁশিয়ারি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১ টার দিকে ভিসির বাসভবনের সামনে এই ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর আমিন শুভ।
এসময় শিক্ষার্থীরা "আমার ভাই ভাঙ্গা ঘরে ,প্রশাসন কি করে", "মার্চ টু পলাশি পাওয়ার ", "সিটের সমাধান চাই, শিক্ষার্থীর অধিকার চাই" , "পড়তে চাই , মরতে চাই না" ইত্যাদি বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকে।
মশিউর আমিন শুভ বলেন, গত ৬ জানুয়ারি হাজী মুহম্মদ মুহসীন হলের এক শিক্ষার্থীর উপর পলেস্তারা ভেঙে পড়ে সে আহত হয়। কিন্তু প্রশাসন শিক্ষার্থীদের জন্য কোন ব্যবস্থা গ্ৰহণ না করে কর্মচারীদের জন্য পলাশীতে ২০ তলা নতুন ভবন নির্মাণ করেছে।
আজকে আমরা প্রাথমিক ঘোষণা দিচ্ছি, শিক্ষার্থীর আবাসন সংকট দূর না হওয়া পর্যন্ত কোন কর্মচারীকে ঐ ভবনে উঠতে দেওয়া হবে না। তিনি আরো বলেন, যতদিন না শিক্ষার্থীদের জন্য নতুন হল তৈরি করা হচ্ছে ততদিন সেই ভবনকে অস্থায়ী হলে পরিণত করতে হবে।
প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্ৰহণ না করলে আমরা হলে হলে শিক্ষার্থীদের কাছে গিয়ে একটা নির্দিষ্ট তারিখ কর্মচারীদের নতুন ভবন দখল করে নিবো।