সংঘর্ষে আনন্দ মোহন কলেজের হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের দুই দল শিক্ষার্থীর সংর্ঘষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়ে নগরীর ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজ হল বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে আগামী তিন দিন শ্রেণী কার্যক্রম ও বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) রাতে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে উদ্ভুদ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

কলেজ হল সুপার মো.শাহজাহান করিম বলেন, হলের সিট বরাদ্দের নবায়ন নিয়ে হলে থাকা শিক্ষার্থীদের সঙ্গে হলের বাইরে থাকা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন যেন আর বিশৃঙ্খলা না হয় সে বিষয়ে প্রশাসন সর্তক অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.আমান উল্লাহ বলেন, আগামী তিন দিনের জন্য শ্রেণি কার্যক্রম ও ছেলেদের হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত পরীক্ষা কার্যক্রম স্বাভাবিক চলবে। ছেলেদের আগামীকাল সকাল ৮টার মধ্যে হল ত্যাগ করতে হবে তবে মেয়েরা হলে থাকতে পারবে । হলের সিট নবায়ন ইস‍্যুতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ‍্যে গন্ডগোলের সূত্রপাত হয়। স্থানীয় প্রসাশন, পুলিশ ও সেনাবাহিনীর চেষ্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

উল্লেখ্য, বিকেল ৫টার দিকে হলের সিট নবায়ন ইস‍্যুতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ‍্যে সংর্ঘষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে নগরীর ঐতিহ্যবাহী আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক‍্যাম্পাস। এতে আহত হয়েছে প্রায় ১০ জন।