সেন্টমার্টিনের তিন ইকো রিসোর্টে আগুন, ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে
দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ সেন্টমার্টিনে লাগা ভয়াবহ আগুন ৩ ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে যৌথবাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, নৌবাহিনী, কোস্ট গার্ড, বিজিবি ও পুলিশের ৩ ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ৩টি রিসোর্টের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা হয়। এতে ১টি ইকো রিসোর্ট পুড়ে পুরোপুরি ছাই হয়ে গেছে। এছাড়া দুটি ইকো রিসোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে সেন্টমার্টিনের উত্তর বিচ গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।
আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানিয়েছে, সেন্টমার্টিনে অবস্থিত বিচ ভ্যালি, কিংশুক এবং সায়রি ইকো রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপনের কাজ শুরু করে বাংলাদেশ নৌবাহিনী। পরবর্তীতে নৌ সদস্যদের সাথে যুক্ত হয় কোস্ট গার্ড, বিজিবি ও পুলিশ সদস্যরা। বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, বিজিবি ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সেন্টমার্টিন্সের ৩টি রিসোর্টের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা হয়। নৌবাহিনীর সাবমারসিবল পাম্পসহ বিভিন্ন ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট এর মাধ্যমে প্রায় ৩ ঘণ্টার অক্লান্ত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি রিসোর্টসমূহে অবস্থানরত পর্যটকদের নিরাপদ স্থানে স্থানান্তরিত করেছে।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে কোস্ট গার্ড জানায়, রাত ২টা ৩০ মিনিটে জরুরী সেবা ৯৯৯ থেকে কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিন স্টেশনের স্টেশন কমান্ডারকে পশ্চিম বিচ সংলগ্ন বীচ ভ্যালি ইকো রিসোর্টে অগ্নিকাণ্ডের বিষয়ে অবগত করা হয়। তাৎক্ষণিকভাবে বিসিজি স্টেশন সেন্টমার্টিন এর অগ্নিনির্বাপনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম আরম্ভ করে। উক্ত অগ্নিকাণ্ডে বীচ ভ্যালি ইকো রিসোর্ট সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়াও সায়রী ইকো রিসোর্ট এর রিসিপশন এবং কিংশুক রিসোর্ট এর বীচ সাইটের কিছু অংশ পুড়ে যায়। আনুমানিক ভোর ৫টা ৩০ মিনিটে বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, বিজিবি ও স্থানীয় জনসাধারনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে জানা যায়, বীচ ভ্যালি রিসোর্টের উত্তর পাশে সায়রী ইকো রিসোর্টের রিসিপশনে বৈদ্যুতিক শর্ট সার্কিট এবং সোলার পেনেল হতে আগুনের সূত্রপাত হয়।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্ট ৩টির পর্যটক এবং স্থানীয় জনগণের কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুঠোফোনে জানান, দ্বীপের স্থানীয়, আগত পর্যটক ও যৌথবাহিনীর আড়াই ঘণ্টার চেষ্টায় রাত প্রায় সাড়ে ৪টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় পর্যটন ব্যবসায়ী আব্দুল মালেক জানান, চোখের সামনেই তিলেতিলে করে গড়া স্বপ্নের প্রতিষ্ঠান পুড়ে ছারখার হয়ে যেতে দেখে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন ব্যবসায়ীরা। সরকারের পক্ষ থেকে সহায়তা করলে তারা আবারো ঘুরে দাঁড়াতে পারবে।