শিশুর ভুল চোখে অস্ত্রোপচার, অভিযুক্ত চিকিৎসক গ্রেফতার
শিশুর ভুল চোখে অস্ত্রোপচার অভিযোগে করা মামলায় বাংলাদেশ আই হসপিটালের শিশু চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহেদারা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন।
ওসি মাসুদ বলেন, ভুল চিকিৎসার অভিযোগ এনে শিশুটির বাবা মাহমুদ হাসান বুধবার একটি মামলা করেছেন। এরপর চিকিৎসককে গ্রেফতার করা হয়।
এর আগে ধানমন্ডি থানায় ভুক্তভোগী শিশু শিশু ইরতিজা আরিজ হাসানের বাবা মাহমুদ হাসান তার সন্তানের ভুল চোখে চিকিৎসার অভিযোগ মামলা করেন।
এজহারে ভুক্তভোগী শিমুর বাবা অভিযোগ করেন, গত মঙ্গলবার দেড় বছর বয়সী এক শিশুর চোখে তিনি (চিকিৎসক) ভুল অপারেশন করেছেন। শিশুর বাম চোখে সমস্যা অথচ চিকিৎসক ডান চোখে অপারেশন করেছেন।