উৎপাদন ব্যয় বৃদ্ধিতে বাজারে চালের দাম বেশি: আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক
দেশে বন্যা, আন্তজার্তিক পরিস্থিতি, উৎপাদন ব্যয় বৃদ্ধি ইত্যাদি কারণে বাজারে চালের মূল্য বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাজশাহী বিভাগের মোটা চাল ও আটার বাজার দর এবং অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২৪-২০২৫ এর কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক।
আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিন জানান, দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে সরকার চাল আমদানির ক্ষেত্রে সকল প্রকার শুল্ক প্রত্যাহার করেছেন। সরকার চালের বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারি ও বেসরকারিভাগে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিদেশ হতে চাল আমদানি করছেন।
তিনি আরও জানান, রাজশাহী বিভাগে বেসরকারি পর্যায়ে মোট ৩ লাখ ৫৫ হাজার মেট্রিক টন চাল আমদানি অনুমতি প্রদান করা হয়েছে। ইতোমধ্যে ১ লাখ ৪ হাজার ৯২৯ মেট্রিক টন চাল রাজশাহী বিভাগে আমদানি করা হয়েছে। সরকার মহানগর, জেলা, শ্রমঘন এলাকার পাশাপাশি উপজেলা পর্যায়ে খোলাবাজারে (ওএমএস) কার্যক্রমের মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে চাল বিক্রয় কার্যক্রম সম্প্রসারিত করেছে। সরকারের এ যুগোপযোগী কার্যক্রমের ফলে বাজারে চাল ও আটার মূল্যের ওপর প্রভাব পড়েছে এবং চাল ও আটার মূল্য হ্রাস পাচ্ছে। আমদানির ফলে দেশে খাদ্যশস্যের মজুত বৃদ্ধি পাচ্ছে।
আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক বলছে, গত ১২ জানুয়ারি থেকে উপজেলা পর্যায়ে খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রয় কার্যক্রম বৃদ্ধি করার ফলে চাল ও আটার মূল্য নিম্নমুখী। ইতোমধ্যে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে চালের দাম কেজি প্রতি ১ টাকা এবং আটা কেজি প্রতি ৩.০৭ টাকা হ্রাস পেয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে মোটা চাল ও আটার দর আরও হ্রাস পাবে মর্মে আশা করা যায়। চালের মূল্য হ্রাস পাওয়ায় সংগ্রহ কার্যক্রমও বৃদ্ধি পেয়েছে। রাজশাহী বিভাগে আমন সংগ্রহ ২০২৪-২০২৫ কার্যক্রম শতভাগ সফল হবে মর্মে আশা করা যায়।
মতবিনিময় সভায় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।