মিরপুরে জামায়াতের কর্মী হত্যার প্রতিবাদে সমাবেশ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরের আমলা ইউনিয়নের বুরাপাড়ায় জামায়াত কর্মী খোকন মোল্লার হত্যার প্রতিবাদে সমাবেশ করেছে মিরপুর উপজেলা জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার আমলা বাজারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম বলেন, এদেশ থেকে ফ্যাসিস্ট পালিয়েছে কিন্তু তার দোসররা এখনো রয়ে গেছে। তারা দেশে বারবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে আসছে। ফ্যাসিস্ট এর দোসর জাসদের সন্ত্রাসীরা বিএনপির আবরণে এসে আমাদের ভাই খোকনকে হত্যা করেছে। এবং আরো অনেক ভাইকে আহত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং এই ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাই

বিজ্ঞাপন

উপজেলা আমির খন্দকার রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর।

এ সময় বক্তব্য রাখেন জেলা ইউনিট সদস্য অধ্যাপক জোমারত আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলার সহসভাপতি জনাব আব্দুল কুদ্দুস মেম্বার, উপজেলা নায়েবে আমির অধ্যাপক শাহ আক্তার মামুন, সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, আমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব ডাক্তার রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।