বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে তাঁর কর্মময় জীবন নিয়ে ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান ও তরুণ রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান তূর্য্য।
রোববার (১৯ জানুয়ারি) দিনভর এসব কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে এইদিন বেলা ১১ টায় শিক্ষার্থীদের নিয়ে জিয়া স্মৃতি যাদুঘর পরিদর্শন, বাদ জোহর জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বায়তুর রিদওয়ান এতিমখানা ও মাদ্রাসা -ই-আবু হুরায়রা (র) কমপ্লেক্সে কোরআন খতম, মিলাদ, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ। বিকেল তিনটায় বিপ্লব উদ্যানে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে 'সবার আগে বাংলাদেশ ও জনতার জিয়া' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে আরও রয়েছে বিপ্লব উদ্যান, কাজির দেউড়ি মোড় এবং নয়াবাজার মোড়ে 'কথা নয় কাজে বিশ্বাসী জনতার জিয়ার' জীবনী নিয়ে এলইডি পর্দায় ভিডিওচিত্র প্রদর্শনী।
এছাড়া মেধাবী শিক্ষার্থীদের নিয়ে 'শহীদ জিয়াউর রহমান শিক্ষাবৃত্তি ২০২৫'- এর আয়োজনও রয়েছে অনুষ্ঠানসূচিতে।
এসব কর্মসূচিতে প্রধান আলোচক হিসেবে থাকবেন বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান। আর কর্মসূচির উদ্বোধন করবেন সাঈদ আল নোমান।
কর্মসূচির বিষয়ে তরুণ রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান তূর্য্য বলেন, 'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রুপকার। মহান এই নেতার জন্মদিনকে স্মরণীয় করে রাখতে আমরা এসব কর্মসূচি হাতে নিয়েছি। সর্বসাধারণের জন্য কর্মসূচিগুলো উন্মুক্ত থাকবে। আমরা আশা করছি এর মাধ্যমে নতুন প্রজন্ম দেশপ্রেমিক এই নেতার বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে আরও বেশি করে জানবেন।'