মাগুরায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাগুরা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাগুরায় মোটরসাইকেল ও লাটা গাড়ির (স্যালো ইঞ্জিন চালিত যান) মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জিৎ ঘোষ (১৯) নামে কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক বর্ষণ রায় (২২) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে মাগুরা সদরের কচুয়ামুড়া ইউনিয়নের কুল্লিয়া বাজারে কাছে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত জিৎ ঘোষ কুল্লিয়া দক্ষিণ পাড়া এলাকার অনুজ ঘোষ এর ছেলে। সে কুল্লিয়া কুচেমোড়া সৈয়েদ আতর আলী স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী ছিল। আহত বর্ষণ রায়কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনরা জানান, দুপুরে দুইজন নিজেদের বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে বুনাগাতী বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কুল্লিয়া বাজারে কাছে সামনে দিক থেকে আসা একটি আসা লাটা গাড়ি এসে ধাক্কা দেয় এতে মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আঘাত পায়।

বিজ্ঞাপন

পরবর্তীতে স্থানীয় লোকজন উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় জিৎ ঘোষ এর মৃত্যু হয়।

মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আইয়ুব আলী বলেন, নিহতের মরদেহ হাসপাতালের অস্থায়ী লাশ ঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।