দেশে বিনিয়োগ করতে প্রবাসীদের প্রতি উপদেষ্টা আসিফের আহ্বান
বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করতে প্রবাসীদের বেশি করে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ২৪ জানুয়ারি (শুক্রবার) সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত রেমিট্যান্স পুরস্কার এবং এনআরবি সিআইপি রিসিপশন কালচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উপদেষ্টা আসিফ বলেন, "আপনারা যে রেমিট্যান্স পাঠাচ্ছেন, তা দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। বিনিয়োগের মাধ্যমে সেই অবদান আরও বড় পরিসরে নেওয়া সম্ভব। এতে বাংলাদেশ আরও উন্নত হবে।"
তিনি আরও জানান, প্রবাসীদের জন্য পাসপোর্ট সংক্রান্ত জটিলতা শীঘ্রই কমবে এবং তাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, "মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে অটুট আছি।"
অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ কমিউনিটি আরব আমিরাত। এতে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক ইয়াকুব সুনিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত তারেক আহমদ, দুবাইয়ের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান এবং আজমান শেখ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাঈদ রাশেদ মো. হামিদ আল নোয়াইমি।
অনুষ্ঠানে এনআরবি সিআইপিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন নেতা ও সদস্যরা অংশ নেন। উপদেষ্টা আসিফের এ বক্তব্য এবং অনুষ্ঠানের পরিবেশ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অনুপ্রেরণা জাগিয়েছে। তারা বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে দেশের উন্নয়নে অংশীদার হতে আগ্রহ প্রকাশ করেন।