সংবাদপত্রের স্বাধীনতা হরণের পথ থেকে সরে আসুন: মির্জা ফখরুল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

সংবাদপত্রের স্বাধীনতা বিঘ্ন করার হটকারিতা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে বনানী হোটেল লেকশোরে লেখক জয়নাল আবেদীন এর 'তারিক রহমান: পলিটিক্স এন্ড পলিসিস কনটেমপোরারি বাংলাদেশ' বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, কিছু সংখ্যক হটকারি, উসকানিদাতা বিভিন্নভাবে সংবাদপত্রের স্বাধীনতা বিঘ্নিত করার চেষ্টা করছেন, ধ্বংস করার চেষ্টা করছেন এটা কোনভাবেই কোন সচেতন মানুষের, দেশপ্রেমিক মানুষের মেনে নেয়া উচিত নয়। আমি অনুরোধ জানাব, অনুগ্রহ করে এই ভয়াবহ আত্মহননের কাজ থেকে সরে আসুন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য সহযোগিতা করুন।

দুর্ভাগ্যক্রমে আজকে একটা ভয়াবহ কাজ শুরু হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংবাদপত্রের ওপর আঘাত, স্বাধীনভাবে মতামত প্রকাশের প্রতি আঘাত যার জন্য আমরা সবসময় সংগ্রাম করেছি, লড়াই করেছি। বেগম খালেদা জিয়াই প্রথম ২০০১ সালে ক্ষমতায় আসার পরে সংবাদপত্রকে সম্পূর্ণ মুক্ত করেছিলেন।

বণিক বার্তার সম্পাদকের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, তিনি আমাকে বলছিলেন, আপনারা এই কথাটা বলেন না কেন? সংবাদপত্রের স্বাধীনতা সবচেয়ে বেশি ভোগ করেছে খালেদা জিয়ার সময়, বিএনপির সময়, এটাই বাস্তবতা।

বিজ্ঞাপন

তিনি বলেন, আজকে আমাদের কোমলমতি ছাত্ররা যেসব কাজ করছে সেখান থেকে বের হয়ে আসতে হবে। এটা একটি অন্তর্বর্তী সরকার, তাদের পক্ষে সবকিছু এক সাথে করা সম্ভব নয়। আমাদেরকে ধৈর্য ধরতে হবে যাতে করে আমরা ন্যুনতম সংস্কার হয়। যেটা গতকাল আমাদের তারেক রহমান সাহেবও বলেছেন যে সংস্কার করতে হবে। আমরা সংস্কার বিরোধী নয়, সংস্কার করেই নির্বাচনে যেতে চাই।