শারজায় ফুটবলে ব্যস্ত শান্ত-রিয়াদরা, ভিসার অপেক্ষায় নাসুম-রানা
মুশফিক রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ ও সৌম্য সরকারসহ ১৩ জন ক্রিকেটার শারজাহ ফুটবল খেলছেন। আর এদিকে ঢাকায় বসে অপেক্ষার প্রহর গুনছেন বাকি দুজন- নাহিদ রানা ও নাসুম আহমেদ। সোমবার রাত ৭টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত এই দুজনের সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার ভিসা হয়নি! সোমবার তাদের ভিসা হলে রাতের ফ্লাইটে আমিরাতে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু এখন অপেক্ষার প্রহর আরো বাড়লো। মঙ্গলবারের (৫ নভেম্বর) ফ্লাইট ধরবেন তারা। তবে সেটাও ভিসা সাপেক্ষ। মঙ্গলবারও যদি তাদের ভিসা না হয় তাহলে সিরিজের প্রথম ম্যাচ তাদের ঢাকায় বসে টিভিতেই দেখতে হতে পারে!
পুরো দলের সবার ভিসা হলো, এই দুজনের কেন হলো না? তার সুনির্দিষ্ট কোনো জবাব নেই বিসিবির কাছে।
৬ নভেম্বর শারজাহ আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। সেই ম্যাচের জন্য বাংলাদেশ দল সোমবার অনুশীলনে অংশ নেয়। হালকা শরীরচর্চা শেষে দলের খেলোয়াড়রা দু’ভাগ হয়ে ফুটবল খেলেন।
যেহেতু এখনো দলের সঙ্গে নাহিদ রানা ও নাসুম আহমেদ যোগ দিতে পারেননি। তাই ধরেই নেওয়া যায় সিরিজের প্রথম ম্যাচে তাদেরকে হিসেবের বাইরে রেখেই পরিকল্পনা কষছে বাংলাদেশ দল।
টেস্ট দলে অভিষেক হলেও নাহিদ রানা এই প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন। নাসুমও ওয়ানডে বিশ^কাপ শেষে প্রায় একবছর পরে আবার জাতীয় দলে ডাক পেয়েছেন। তবে এই দুজনেই আমিরাতের ভিসা জটিলতার ফ্যাকড়ায় পড়ে এখন চিন্তিত। তারা ভাবছেন দলে তো ডাক পেলাম, দলের সঙ্গে থাকবো কবে থেকে?