স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু না ফেরার দেশে চলে গেছেন। তবে নিজেদের কর্মের মাধ্যমে তাকে অমর করে রাখার দায়িত্ব দিয়ে গেছেন বাংলাদেশের ফুটবল সংশ্লিষ্ট সবাইকে, বিশ্বাস বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের।
আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন। তার ভাষ্য, ‘আমরা সবসময় বিশ্বাস করি যে আমাদের ফুটবলটাকে গড়ে দিয়ে গেছেন যারা, দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন যারা, তারা সবসময় আমাদের অভিভাবক। উনি ইন্তেকাল করেছেন ঠিকই, তবে তার যে শিক্ষা, তার যে চেতনা, তার যে মূল্যবোধ যা আমরা শিখেছি, ধারণ করেছি… এখন আমাদের দায়িত্ব থাকবে, উনি যেন আমাদের কর্মের মাধ্যমে অমর হয়ে থাকেন।’
এর আগে গত রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্বাধীন বাংলা ফুটবল দল ও বাংলাদেশের প্রথম অধিনায়ক পিন্টু। সোমবার দুপুর নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুর সংবাদে ক্রীড়াঙ্গণে শোকের ছায়া নেমে আসে।
আজ সকালে তার ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হয় তাকে। সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে তার জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় হাজির হয়েছিলেন বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়ালসহ তার কমিটি। তা শেষেই বাফুফে সভাপতি জানান নিজেদের কর্তব্যের কথা।
১৮ মাস পর ওয়ানডে দলে ফিরলেন পেসার জাহানারা আলম। আগামী ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ এই পেসার।
জাহানারার সঙ্গে দলে ফিরেছেন ওপেনার শারমিন আক্তার সুপ্তাও। তিনি সর্বশেষ গত বছরের জুলাই মাসে খেলেছিলেন জাতীয় দলে। এছাড়া প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার সানজিদা আখতার মেঘলা এবং শীর্ষ সারির ব্যাটার তেজ নাহার।
সর্বশেষ মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা ওয়ানডে দলের সদস্য দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি এবং ফারজানা হক লিসাকে এই সিরিজে বাদ দেওয়া হয়েছে।
আয়ারল্যান্ড সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যথাক্রমে ২৭ এবং ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। এরপর সিরিজের টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫, ৭ এবং ৯ ডিসেম্বর।
আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল ২২ নভেম্বর ঢাকায় পৌঁছাবে।
বাংলাদেশ দল
মূল দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুরশিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তেজ নাহার এবং সানজিদা আখতার মেঘলা।
স্ট্যান্ডবাই: দিলারা আক্তার, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সারমিন সুলতানা এবং ফারিহা ইসলাম তৃষ্ণা।
একে তো ম্যাচের দৈর্ঘ্য আগেই কমে এসেছিল। তার ওপর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ একাদশের এই প্রস্তুতি ম্যাচে বারবার বাগড়া দিচ্ছিল বৃষ্টি, তার ফলে যা হওয়ার তাই হয়েছে; ম্যাচটা ড্র হয়েছে। তবে শেষ দিনে বোলাররা বেশ পারফর্ম করেছেন। বিশেষ করে হাসান মুরাদ আলো কেড়ে নিয়েছেন দারুণ এক হ্যাটট্রিক করে। তাতে বেশ আত্মবিশ্বাস নিয়ে ম্যাচটা শেষ করেছে সফরকারীরা।
বাংলাদেশের প্রথম ইনিংসে করা ২৫৩/৭ রানের জবাবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ সিলেক্ট একাদশের স্কোরকার্ড রোববার দিনের খেলা শেষে ছিল ৫/১। তবে সোমবার তাদের ব্যাটিং লাইনআপ ধসে পড়ে। মাত্র ২৭.৪ ওভারে ৮৭ রানে অলআউট হয়ে যায় তারা।
বাংলাদেশের তরুণ বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদ বল হাতে জ্বলে ওঠেন। তিনি হ্যাটট্রিকসহ অসাধারণ বোলিংয়ে ৩ উইকেট নেন মাত্র ১ রানের বিনিময়ে। এছাড়া হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ ২টি করে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে ধ্বংসস্তূপে পরিণত করেন।
বাংলাদেশের ইনিংসের প্রধান অবদান রাখেন জাকের আলি (৪৮), মাহিদুল ইসলাম (৪১), এবং লিটন দাস ও মুমিনুল হক, যাদের দুজনই করেন ৩১ রান।
বৃষ্টির কারণে খেলাটি যথেষ্ট দীর্ঘায়িত না হলেও বাংলাদেশ দলের বোলারদের পারফরম্যান্স আশাব্যঞ্জক। ২২ নভেম্বর অ্যান্টিগায় শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে এই ম্যাচটি তাদের আত্মবিশ্বাস বাড়াবে।
স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু গতকাল সোমবার চলে গেছেন না ফেরার দেশে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাতে শোক জানিয়েছিল। আজ বাফুফে প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।
হৃদরোগে আক্রান্ত হয়ে গত রোববার রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পিন্টু। সোমবার দুপুর নাগাদ তিনি চলে যান না ফেরার দেশে। কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুর সংবাদে ক্রীড়াঙ্গণে শোকের ছায়া নেমে আসে।
আজ সকালে তার ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হয় তাকে। এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে তার জানাজা অনুষ্ঠিত হয়।
তার জানাজায় হাজির হয়েছিলেন বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়ালসহ তার কমিটি। সঙ্গে স্বাধীন বাংলা ফুটবল দলে অধিনায়ক পিন্টুর সতীর্থ থেকে শুরু করে ফুটবলাঙ্গনের অনেক তারকারাই উপস্থিত ছিলেন সেখানে।