কোচ হতে চাইছেন মেসির বন্ধু দি মারিয়া

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত

সংগৃহীত

খেলোয়াড়ি জীবন দুই হাত ভরে দিয়েছে আনহেল দি মারিয়াকে। ক্লাব ও জাতীয় দলের হয়ে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন তিনি। এবার তার চোখ কোচিংয়ে। ২০ বছর দীর্ঘ খেলোয়াড়ি জীবন শেষে যেন কোচ হতে পারেন, এখন থেকেই সে পড়াশোনা শুরু করে দিয়েছেন দি মারিয়া।

দুটো কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ জেতা দি মারিয়া চলতি বছর আর্জেন্টিনা ফুটবল দলকে বিদায় জানিয়েছেন। ক্লাব ফুটবলে অবশ্য তিনি খেলছেন বেনফিকার হয়ে। ১৪ ম্যাচে ৫ গোল, ২ অ্যাসিস্ট করেছেন। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষেও করেছেন গোল। জানান দিচ্ছেন, এখনও মরচে ধরেনি তার পায়ে।

বিজ্ঞাপন

তবে শিগগিরই ফুটবলের সঙ্গে নিজের সংযোগটাকে পা থেকে মাথার খেলায় রূপ দিতে চান লিওনেল মেসির বন্ধু। সে কারণে তিনি কোর্সেও বসে গেছেন।

গত সোমবার ক্লাঙ্ক মিডিয়ায় প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি কোচ হওয়ার জন্য কোর্সটি করছি। ৩০ বছর বয়স থেকে আমি ফুটবলকে ভিন্নভাবে দেখতে এবং বিশ্লেষণ করতে শুরু করেছিলাম।’

বিজ্ঞাপন

কী ছিল সে দৃষ্টিভঙ্গি? দি মারিয়া জানালেন, ‘আমি শুধু খেলোয়াড়ের চোখ থেকেই দেখতাম না খেলাটা, একজন কোচ কীভাবে খেলাটাকে দেখতেন, তাও ভাবতাম। আমি জানি যে খেলোয়াড়ের চেয়ে কোচের কাজটা কঠিন, কারণ এখানে অনেক বেশি সময় লাগে। খেলোয়াড় হিসেবে আপনি ট্রেইনিং শেষেই বাড়ি চলে যেতে পারেন।’

অবসরের ঠিক পরপরই কোচিংয়ে যোগ দেবেন না দি মারিয়া, তিনি জানালেন, ‘যখন আমি অবসর নেব, কিছু দিনের জন্য আমার পরিবারের সঙ্গে উপভোগ করতে চাই। কিন্তু এরপর এটা হতেই পারে।’