গারসনের গোলে হার এড়াল ব্রাজিল

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের সবশেষ ম্যাচেও ব্রাজিল ড্র করেছিল। বছরের শেষ ম্যাচেও সে বৃত্ত থেকে বের হওয়া হলো না তাদের। আজ মঙ্গলবার উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। 

উরুগুয়ের হয়ে ফেডেরিকো ভালভার্দে প্রথমে গোল করলেও ব্রাজিলিয়ান মিডফিল্ডার গারসনের অসাধারণ ভলিতে ম্যাচে সমতা ফেরে।  পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল বর্তমানে কনমেবল পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে, তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। চতুর্থ স্থানে থাকা কলম্বিয়া এবং ইকুয়েডরের থেকে তারা মাত্র এক পয়েন্ট পিছিয়ে। অন্যদিকে, উরুগুয়ে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং তারা শীর্ষে থাকা আর্জেন্টিনার থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে।  

বিজ্ঞাপন

উল্লেখ্য, কনমেবল অঞ্চলের শীর্ষ ছয় দল সরাসরি যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।  

আজ ব্রাজিলের সালভাদরে ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ফেডেরিকো ভালভার্দে দূরপাল্লার দারুণ একটি নিচু শটে উরুগুয়েকে এগিয়ে দেন। কিন্তু মাত্র সাত মিনিটের ব্যবধানে ফ্লামেঙ্গোর মিডফিল্ডার গারসন উরুগুয়ের রক্ষণের ভুল ক্লিয়ারেন্স কাজে লাগিয়ে দুর্দান্ত ভলিতে ব্রাজিলের হয়ে তার প্রথম আন্তর্জাতিক গোলটি করেন এবং ম্যাচে সমতা ফেরান।  

বিজ্ঞাপন

এ ড্রয়ের ফলে উভয় দলই গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করেছে। তবে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের অবস্থান শক্তিশালী করার জন্য ব্রাজিলের আরও ভালো পারফরম্যান্সের প্রয়োজন।