কখন কোথায় পাওয়া যাবে বিপিএলের টিকিট

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ভোর থেকেই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের সামনে ক্রিকেটভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে বিপিএল শুরুর ২৪ ঘণ্টা আগেও টিকিট না পাওয়ায় ভক্তদের মধ্যে হতাশা বিরাজ করছে। এই পরিস্থিতিতে বিসিবি টিকিটের মূল্য, কেনার স্থান এবং পদ্ধতি প্রকাশ করেছে।  

আজ রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে। উদ্বোধনী ম্যাচের দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত জায়গায় মিলবে টিকিট। এছাড়াও বিপিএলের ওয়েবসাইটে পাওয়া যাবে ম্যাচ টিকিট।  

বিজ্ঞাপন

টিকিটের মূল্য (ক্যাটাগরিভিত্তিক)

গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার ও আপার): ২০০০ টাকা।  
ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ: ১০০০ টাকা।  
ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ: ৮০০ টাকা। 
ক্লাব হাউস সাউথ ও নর্থ: ৫০০ টাকা।  
সাউদার্ন ও নর্দান গ্যালারি: ৩০০ টাকা।
ইস্টার্ন গ্যালারি: ২০০ টাকা।  

বিজ্ঞাপন


সরাসরি টিকিট বিক্রির স্থান (মধুমতি ব্যাংক শাখা)
- মিরপুর (মিরপুর ১১)।  
- মতিঝিল (ঢাকা চেম্বার ভবন)।  
- উত্তরা (জসিম উদ্দিন রোড)।  
- গুলশান (গুলশান ১ ও ২-এর মাঝামাঝি)। 
- ধানমন্ডি (পুরাতন রোড ২৭)।  
- কামরাঙ্গীর চর।  
- ভিআইপি রোড (পল্টন স্কাউট ভবন)।