টিকিট পাননি বিপিএল ম্যাচের, মিরপুরে প্রার্থীদের বিক্ষোভ

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বিপিএল শুরুর আগের দিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টিকিট নিয়ে তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা। টিকিট সংগ্রহের জন্য ভোর থেকেই স্টেডিয়ামের ১ ও ২ নম্বর ফটকের সামনে ভিড় জমিয়েছেন হাজারো দর্শক। কিন্তু টিকিট বুথ বন্ধ থাকায় ক্ষোভে ফেটে পড়েন তারা। সকাল থেকে অনিশ্চয়তায় অপেক্ষা করা দর্শকদের দাবি, টিকিট ছাড়া কেউ ফিরবেন না। 

ক্ষোভ বাড়তে থাকলে এক পর্যায়ে দুই নম্বর ফটকের সামনে জড়ো হন দর্শকেরা। তারা স্লোগান ও গালিগালাজ শুরু করেন এবং প্রবল ধাক্কাধাক্কিতে ফটক খুলে ফেলেন। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে দর্শকদের বের করে দিলেও দৌড়াদৌড়ির মধ্যে কয়েকজন দর্শক আহত হন। পরে লোহার ফটক তালাবদ্ধ করা হয়, কিন্তু উত্তেজনা থামেনি। 

বিজ্ঞাপন

ভোর থেকে লাইনে থাকা এক দর্শক সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘চার-পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কিছু জানলাম না। বারবার ১০-১৫ মিনিটের মধ্যে জানানো হবে বলা হলেও কিছু হয়নি। বিসিবি কি আমাদের কোনো মূল্য দেয় না?’ উত্তেজিত আরেক দর্শক অভিযোগ করেন, ‘কালকেই আনসারদের কাছে ২০০-৪০০ টাকায় টিকিট পাওয়া যাবে।’

বেলা পৌনে ১২টায় বিসিবি অবশেষে টিকিট বিক্রির তথ্য জানায়। টিকিট অনলাইনে কেনা যাবে, তবে বুথ থেকে সংগ্রহ করতে হবে কি না তা পরিষ্কার করা হয়নি। এছাড়া মধুমতি ব্যাংকের সাতটি শাখায় টিকিট কেনা যাবে। 

বিজ্ঞাপন

বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন স্বীকার করেছেন, টিকিট নিয়ে এই অরাজকতার দায় বিসিবিকে মাথা পেতে নিতে হবে। তিনি বলেন, ‘দর্শকদের কাছে তথ্য আরও আগে পৌঁছানো উচিত ছিল। এখানে ব্যাংকসহ অন্যান্য স্টেকহোল্ডারের জটিলতা ছিল, তবে দায় আমাদেরই।’