ফাইনালে মুখোমুখি বার্সা-রিয়াল

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রিয়াল মাদ্রিদ ৩-০ ব্যবধানে রিয়াল মায়োর্কাকে হারিয়ে ফাইনালে

রিয়াল মাদ্রিদ ৩-০ ব্যবধানে রিয়াল মায়োর্কাকে হারিয়ে ফাইনালে

স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ৩-০ ব্যবধানে রিয়াল মায়োর্কাকে হারিয়ে ফাইনালে উঠে গেছে। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে লস ব্লাঙ্কোসরা।  

বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। লুকাস ভাসকেস, রদ্রিগো এবং কিলিয়ান এমবাপ্পে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও মায়োর্কার গোলরক্ষক ডোমিনিক গ্রাইফ তাদের প্রতিহত করেন। 

বিজ্ঞাপন

জুড বেলিংহামের একটি জোরালো শটও গ্রাইফ দক্ষতার সঙ্গে রুখে দেন। প্রথমার্ধে মায়োর্কাও কিছু সুযোগ তৈরি করেছিল, তবে কাইল লারিন ও সের্গি দারদেরের প্রচেষ্টা ব্যর্থ হয়। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।  

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরও চাপ বাড়ায় রিয়াল মাদ্রিদ। ৬৩তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের কাটব্যাকে রদ্রিগোর হেড পোস্টে লাগার পর বেলিংহাম ফিরতি বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন। গোলটি মাদ্রিদকে আক্রমণে আরও আত্মবিশ্বাসী করে তোলে।  

বিজ্ঞাপন

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মায়োর্কার ডিফেন্ডার মার্টিন ভালিয়েন্তের আত্মঘাতী গোল মাদ্রিদের লিড দ্বিগুণ করে। এরপর ভাসকেসের ক্রস থেকে রদ্রিগো দুর্দান্ত এক ফিনিশিংয়ে দলের হয়ে তৃতীয় গোল করেন এবং নিজের জন্মদিন উদযাপন করেন। 

এই জয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। আগামী রোববার রাতে সে ফাইনালে বার্সেলোনার বিপক্ষে মুখোমুখি হবে তারা।