অস্ট্রেলিয়ার মোটরস্পোর্টস সাংবাদিক শাকিব খানের দলে

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কেজিয়া ডাউন

কেজিয়া ডাউন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চলতি আসরে নিজেদের অবস্থান খুব ভালো না ঢাকা ক্যাপিটালসের। তারপরও টুর্নামেন্টের শেষ দিতে এসে বড় চমক দেখাল চলচ্চিত্র তারকা শাকিব খানের দল। এবার নিজেদের শিবিরে বিদেশি সাংবাদিককে হোস্ট হিসেবে আনলো দলটি। কেজিয়া ডাউনকে হোস্ট নিয়োগের বিষয়টি সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

প্লে-অফে বিপিএলে বাকি দলগুলোর জন্য ১২ টি ম্যাচ থাকলেও ঢাকার জন্য ম্যাচ আছে মাত্র ২টি। পাশাপাশি অন্য দলের দিকেও তাকাতে হবে তাদের। কারণ এবারের বিপিএলে ১০ ম্যাচে মাত্র তিনটিতে জয় তলথে পেরেছে তারা। তাতে মাত্রও ৬ পয়েন্ট নিয়ে আছে টেবিলের নীচ দিকে। তবে পিছিয়ে থেকেও এবার নতুন চমক আনলো তারা।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার মোটরস্পোর্টস সাংবাদিক কেজিয়া ডাউনকে নিজেদের উপস্থাপক হিসেবে নিয়োগ দিয়েছে ঢাকা ক্যাপিটালস। জানা গেছে মোটরস্পোর্টসে ভালো অভিজ্ঞতা থাকলেও ক্রিকেটে বেশ অনভিজ্ঞ তিনি। ২০১৯ সালে তিনি অস্ট্রেলিয়া ফুটবল লিগের (এএফএল) আদিবাসি খেলোয়াড়দের নিয়ে সংবাদ পরিবেশনের জন্য সেরা ক্রীড়া সাংবাদিকের পুরস্কার জিতেছিলেন কেজিয়া। প্রাণবন্ত উপস্থাপনা ও আকর্ষণীয় বাচনভঙ্গির জন্য অস্ট্রেলিয়ায় বেশ পরিচিতি রয়েছে তার ।

এবারের বিপিএলে শুরুর দিকে হোস্ট বা উপস্থাপক নিয়োগ নিয়ে বেশ আলোচনা হয়। আর সেখানে প্রথমে ভারতীয় বংশোদ্ভুত কানাডিয়ান মডেল ইয়াশা সাগরকে নিয়োগ দিয়ে চমক দেখায় চিটাগং কিংস। আর টেবিলের তলানিতে থাকা সিলেট সিক্সার নিয়োগ দেয় দেশীয় উপস্থাপক স্মিতা চৌধুরীকে। এবার সেই তালিকায় আরেকটু এগিয়ে অস্ট্রেলিয়ান কিজিয়াকে নিয়োগ দিয়েছে শাকিব খানের ঢাকা।

বিজ্ঞাপন