শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস আইসিসির বর্ষসেরা

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিলের (আেইসসি) ২০২৪ সালের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হলেন শ্রীলঙ্কার ব্যাটার কামিন্দু মেন্ডিস। টেস্টে অসাধারণ পারর্ফেমন্স করে আইসিসির সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন তিনি। আজ রোববার কামিন্দুর নাম ঘোষণা করে আইসিসি।

গেল বছরের ডিসেম্বরে আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিলো বিশ্ব ক্রিকেটের সবোর্চ্চ সংস্থাটি। সেখানে তার সঙ্গে ছিলেন ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন, পাকিস্তানের সাইম আইয়ুব ও ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ। তবে আজ গণমাধ্যম প্রতিনিধি, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে সবাইকে পেছনে ফেলেছেন তিনি।

বিজ্ঞাপন

২০২৪ সালে শ্রীলঙ্কার জার্সি গায়ে বেশ নিয়মিত ছিলেন কামিন্দু মেন্ডিস। ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে অর্ধ শতাধিক ম্যাচে শ্রীলঙ্কার হয়ে তুলেছেন ১৪৫১ রান। বল হাতেও গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রু এনে দিয়েছেন তিনি। যেখানে সাদা পোশাকের ক্রিকেটে গড়ে ৭৫ করে ১ হাজার রানের বেশি করেছেন ২৬ বছর বয়সী এ লঙ্কান ব্যাটার। তাতেই কপাল খুলেছে তার।

একই বছর নিউজিল্যান্ড, বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জেতার শ্রীলঙ্কার বড় অস্ত্র ছিলো কামিন্দু। ইংল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে ছিলেন সর্বোচ্চ রানসংগ্রাহক। এরপর ওভালে সিরিজের শেষ টেস্টে শ্রীলঙ্কার জয়ের ম্যাচেও এক ইনিংস ব্যাটিং করে করেছিলেন ৬৪ রান। এছাড়াও গলে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন ১৮২ রানের ইনিংস। টেস্টের পারফরম্যান্সেই সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কামিন্দু।

বিজ্ঞাপন

এদিকে কামিন্দুর সাথে আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে বছরের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস। বছরজুড়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৮টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। তাতে সবমিলিয়ে ২৫ ম্যাচে ৭২৭ রান তুলেছেন তিনি।