‘কেউ খবর পড়ে না, লোভনীয় শিরোনাম দেখে মন্তব্য করে’
অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে চোটের কারণে আর সামনে পা বাড়াতে পারেননি টেনিস তারকা নোভাক জোকোভিচ। সেমিফাইনালে প্রথম রাউন্ডের পর মাঠ ছেড়ে দেওয়া নিয়ে বেশ বিতর্কও পোহাতে হয়েছে এ টেনিস তারকাকে। এবার জোকোভিচের পাশে দাঁড়ালেন তার সাবেক কোচ কিংবদন্তি বরিস বেকার।
মেলবোর্নের রড লেবার এরেনায় ২৫তম একক গ্রান্ড স্ল্যাম জেতার স্বপ্ন নিয়ে খেলতে নামা জোকোভিচ সেমিফাইনালে অ্যালেক্সজান্ডার জেভেরবের কাছে হেরে যান। প্রথম রাউন্ডের পর চোটের কারণে আর সামনে আগ বাড়াতে পারেনি ৩৮-এ পা ফেলতে দেয়া জোকোভিচ। পায়ে ব্যাথা নিয়ে মাঠ ছাড়ার সময় দর্শকের কাছে দুয়ো ধ্বনি শুনতে হয়েছে তাকে। তবে তার খেলোয়াড়ি মানসিকতার ওপর পূর্ণ বিশ্বাস আছে বলে মনে করেন তার সাবেক কোচ।
গণমাধ্যমে বেকারের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমি কখনওই প্রশ্ন তুলিনি যে জোকোভিচের চোট কতটা গুরুত্বর। হতে পারে জার্মান ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করার সময় কেউ ভুল করেছে। ২০১৩ সাল থেকে ও আমার পরিবারের মতো। এখন আর কেউ আসল খবর পড়ে না। কেবল লোভনীয় শিরোনাম দেখেই মন্তব্য করে দেয়।’
অবশ্য এর আগে জোকোভিচের চোট নিয়ে বরিস বলেছিলেন, ‘দেখুন, জোকোভিচকে শুরুতে দেখে মনে হতে পারে তিনি চোটে রয়েছেন। সেটা ভেবে যেন জেভেরব খেলাকে হালকাভাবে না নেন।’ তখন বরিসের মন্তব্যের সমালোচনা হলেও জোকোভিচ অবশ্য সেটার কোনো জবাব দেননি।
নিজেকে ছাড়িয়ে যেতে ইনজুরি কাটিয়ে আবারো মাঠে ফেরার ঘোষণা দিয়েছেন সার্বিয়ান এই টেনিস তারকা। প্রেঞ্চ ওপেন দিয়ে নিজের ২৫ একক গ্রান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন পূরণ করতে