বেরোবিতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

, ক্যাম্পাস

বেরোবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-15 14:48:16

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। উদ্বোধনকালে তিনি বলেন, সুস্থ থাকার জন্য মেডিকেল টেস্ট ও চিকিৎসকের পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ। আগামীতে এই ধরনের আয়োজন অব্যাহত রাখারও আহ্বান জানান উপাচার্য।

রংপুরের হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টারের সহযোগিতায় ও বেরোবি প্রশাসনের উদ্যোগে আয়োজিত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত স্বাস্থ্যসেবা ক্যাম্পে ডায়াবেটিস, রক্তচাপ নির্ণয়, ওজন ও উচ্চতা নির্ণয়, শনাক্তকৃত ডায়াবেটিস ও উচ্চ রক্তাচাপ, তাৎক্ষণিক চিকিৎসা প্রদান, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীকে জীবনাচারণ ও রোগ সম্পর্কে তথ্য, পরামর্শ প্রদান এবং নিবন্ধনের মাধ্যমে চিকিৎসা সম্বলিত বই প্রদান করা হয়।

এসময় হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. জাকির হোসেন, রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. সারোয়ার জাহান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, পরিবহন পুলের পরিচালক মো. মাসুদ রানা, বেরোবি মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. এ. এম. এম. শাহরিয়ারসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Related News