মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর যুক্তরাষ্ট্রের অন্যতম তিন স্থান নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলসে ট্রাম্প বিরোধীরা বিক্ষোভ করেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের অভিষেকের দিনের শুরু থেকেই ট্রাম্প বিরোধীরা বিভিন্ন জায়গায় জড়ো হয়েছে। নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলসে তারা বিক্ষোভ করেছে।
তবে এই বিক্ষোভে অংশগ্রহণকারীদের পরিমান ২০১৭ সালের চেয়েও কম ছিল। ট্রাম্পের প্রথম মেয়াদে অভিষেকের পরের দিন কয়েক হাজার আমেরিকান মহিলাদের মার্চ ছিল মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় এক দিনে বিক্ষোভ।