খাগড়াছড়িতে নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খাগড়ছড়ি | 2024-12-16 11:58:37

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। 

সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জেলা সদরের মাইনী ভ্যালীস্থ শহীদ স্মৃতিসৌধে তোপধ্বনির মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের পর মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করা হয়।

মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রথমে শহীদবেদীতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। তারপর জেলা প্রশাসন, জেলা পুলিশ, পার্বত্য জেলা পরিষদ সহ বিভিন্ন সরকারি বেসরকারি দফতর, রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মরণ করা হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বিজয় শোভাযাত্রা ও প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতিভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস।

Related News