নরসিংদীর মেঘনা নদীর আলোক বালি ইউনিয়নের দিলারপুর অংশে অবৈধ ড্রেজার দিয়ে বালি উত্তোলনের দায়ে অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে দশ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া তার আরো দুই সহযোগীকে ১ লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে নরসিংদী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনকালে আলোকবালি ইউনিয়নের মুরাদনগর গ্রামের চানমিয়ার ছেলে ইউসুফ নামের এক ব্যক্তিকে দিলারপুর অংশ থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে দশ লাখ টাকা জরিমানা আদায় করেন।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল জানান, এই চক্রটি অবৈধভাবে দশটি ড্রেজার মেশিন বসিয়ে নরসিংদী সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের দিলারপুর অংশে কৃষি জমির নিকটবর্তী স্থান থেকে বালি উত্তোলন করে আসছে। এমন সংবাদ পেয়ে নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর নির্দেশে এক অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ৩ জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এভাবে নদীর নির্দিষ্ট সীমারেখা ছাড়া অবৈধভাবে যে কেউ বালি উত্তোলন করার চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন। অবৈধভাবে বালি উত্তোলন করার ফলে নদীর নিকটবর্তী কৃষি জমি ধীরে ধীরে নদীতে ভেঙ্গে পড়ছে বলে জানান স্থানীয়রা৷ এ প্রেক্ষিতে নদী পাড়ে মানুষ কৃষি জমির নিকটবর্তী স্থান থেকে বালি উত্তোলন বন্ধে বিভিন্ন সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন ও স্বারক লিপি দিয়ে আসছে। এদিকে নরসিংদী জেলা প্রশাসক মোঃ রাশেদ হোসেন চৌধুরী এসব অভিযোগ হাতে পাওয়ার সাথে সাথেই অভিযান পরিচালনার জন্য নির্দেশ দেন।