চট্টগ্রামে চোরাই ৩৮ স্মার্ট ফোনসহ গ্রেফতার ১

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো | 2025-01-07 15:09:46

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর/দক্ষিণ) বিভাগের অভিযানে মোবাইল চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ৩৮টি চোরাই মোবাইল।

সোমবার (৬ জানুয়ারি) রাত ৮টা ৫০ মিনিটের দিকে নগরীর কর্ণফুলী থানাধীন জামালপাড়া ও ব্রীজঘাট এলাকায় গুপ্তচরের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম মো. ইমাম হোসেন (২৬)। বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. ইসরাফিল মজুমদার বলেন, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলার প্রক্রিয়া চলছে।

Related News