ময়মনসিংহে বাৎসরিক মহড়ায় সেনাপ্রধান

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2025-01-07 20:16:22

ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর বাৎসরিক যৌথ প্রশিক্ষণের মহড়া অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ মহড়া শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কাকনী-শিমুলিয়া এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

মঙ্গলবার (৭ জানুয়ারী) বিকালে উপজেলার কাকনী-শিমুলিয়া এলাকায় ১৯ পদাতিক ডিভিশনের এ মহড়া অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ মহড়া পর্যবেক্ষণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মহড়া শেষে সেনাবাহিনী প্রধান কাকনী-শিমুলিয়া এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। সেনাবাহিনীর এ কার্যক্রম দেখতে সেখানে ভীড় করে এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে ১৯ পদাতিক ডিভিশন এ ধরণের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে সেনাবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন। এসময় সেনাবাহিনী সদর দপ্তরের মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স, জেনারেল অফিসার কমান্ডিং ১৯ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া, কমান্ডার ৭৭ পদাতিক ব্রিগেডসহ ঘাটাইল অঞ্চলের অন্যান্য সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related News