জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ফরাহাদ হোসেনের ওপর হামলার প্রতিবাদ সমাবেশ থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হয়েছেন যুবদল কর্মী মনিরুল বিশ্বাস (৩৮)। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ীর পাংশায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার।
গুলিবিদ্ধ মনিরুল বিশ্বাস রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা গ্রামের আব্বাস বিশ্বাসের ছেলে।
জানা গেছে, শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে পাংশা উপজেলার জাগিরকয়া বাজারে জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সদস্য ফরহাদ হোসেনের ওপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ থেকে দ্রত সময়ের মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা। এ সময় প্রতিবাদ সমাবেশ কয়েক’শ নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশ থেকে ফেরার পথে জাগিরকয়া বাজার এলাকা থেকে সন্ত্রাসীরা পাংশা উপজেলা যুবদলের আহবায়ক আরিফুল ইসলামকে গুলি করে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিবিদ্ধ হয় যুবদল কর্মী মনিরুল বিশ্বাস ।
এ ঘটনাকে কেন্দ্র করে পাংশার পাট্টা ইউনিয়নে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এলাকা থমথমে অবস্থায় রয়েছে। আতংকিত সাধারণ সাধারণ মানুষ।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার জানান, তারা এক যুবকের গুলিবিদ্ধের সংবাদ শুনেছেন। ঘটনাটি নিয়ে পুলিশ সদস্যরা কাজ করছেন। বিষয়টি দ্রুতই তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।