আলিকদমে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বান্দরবান | 2025-01-18 16:23:19

বান্দরবানের আলীকদমে ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. বেলাল (৩০), মো. মিনহাজ (১৮) ও মো. সৈয়দ আমিন (৪৫) । নিহত তিনজনই আলিকদম উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুপুরে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে দুই যাত্রী লামা থেকে আলীকদমের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে লামা-আলীকদম সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি পিকআপের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালকসহ মারা যায় তিনজন।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দীন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্দিন ব‌লেন, ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়েছে। ট্রাক‌টি আটক করা হয়েছে। এই বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Related News