ম্যাচের সব মনোযোগ ছিল তামিম ইকবালের ওপর। তবে ব্যাট হাতে ব্যর্থ হয়ে আলো কেড়ে নেওয়ার সুযোগটা হারিয়েছেন তিনি। তার জায়গায় ম্যাচে পাদপ্রদীপের আলোয় এসেছিলেন রংপুরের দুই পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ ও আলাউদ্দীন বাবু। দুজনের দারুণ বোলিংয়ে ভর করে ৫ উইকেটের দারুণ জয় পেয়েছে রংপুর।
আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১৩১ রান তোলে। তামিম ইকবাল (১০ বলে ১৩), মাহমুদুল হাসান জয় (১২ বলে ১৪), মুমিনুল হক (২১ বলে ২৭), ইয়াসির আলী রাব্বি (১৮ বলে ১৯) এবং ইরফান শুক্কুর (১৯ বলে ২০) কেউই দীর্ঘ ইনিংস খেলতে পারেননি। রংপুরের মুকিদুল মুগ্ধ ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন এবং আলাউদ্দীন বাবু মাত্র ৯ রান দিয়ে দখল করেন ২ উইকেট।
১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুরের ব্যাটসম্যানরা ধারাবাহিক অবদান রাখেন। তানবীর হায়দার ৩৭ বলে সর্বোচ্চ ৪১ রান করেন। অধিনায়ক আকবর আলী ১৯ বলে ২৫ এবং নাইম ইসলাম ১২ বলে ২৪ রান যোগ করেন। শেষ দিকে আরিফুল হক (১২*) এবং আলাউদ্দীন বাবু (১০*) দলের জয় নিশ্চিত করেন। ১৯ বল হাতে রেখেই ৫ উইকেটে ১৩৪ রান করে ম্যাচ জিতে নেয় রংপুর।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম: ২০ ওভারে ১৩১/৯ (মাহমুদুল হাসান জয় ১৪, তামিম ইকবাল ১৩, ইয়াসির আলী ১৮, মুমিনুল ২৭, ইরফান শুক্কুর ২০, আহমেদ শরীফ ১৫ অপরাজিত; মুকিদুল মুগ্ধ ৩/১৭, আলাউদ্দীন বাবু ২/৯)
রংপুর: ১৬.৫ ওভারে ১৩৪/৫ (চৌধুরী রিজওয়ান ১৫, তানবীর হায়দার ৪১, নাইম ইসলাম ২৪, আকবর আলী ২৫, আরিফুল হক ১২ অপরাজিত, আলাউদ্দীন বাবু ১০ অপরাজিত)।
ফল: রংপুর ৫ উইকেটে জয়ী।