গুচ্ছের ভর্তি প্রক্রিয়ায় থাকতে চায় না কুমিল্লা বিশ্ববিদ্যালয়

  • কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

গুচ্ছের ভর্তি প্রক্রিয়ায় থাকতে চায় না কুমিল্লা বিশ্ববিদ্যালয়

গুচ্ছের ভর্তি প্রক্রিয়ায় থাকতে চায় না কুমিল্লা বিশ্ববিদ্যালয়

দেশের ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি প্রক্রিয়া থেকে বের হয় নিজস্ব পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে আগ্রহী কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।

সোমবার (২১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী।

বিজ্ঞাপন

এ ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘ইউজিসিতে উপাচার্যদের মিটিংয়ে গুচ্ছের বিষয়টি নিয়ে আমি স্পষ্টভাবে আলোচনা করেছি। দায়িত্ব গ্রহণের পরই ইউজিসিকে জানিয়েছি যে, আমরা আর গুচ্ছের মত দীর্ঘ ভর্তি প্রক্রিয়ায় থাকতে চাই না। সামনের বছর গুচ্ছের ভর্তি প্রক্রিয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে না।’

তিনি আরও বলেন, ‘এই প্রক্রিয়ায় যে পরিমাণ সময়ক্ষেপণ হয় আমরা এখানে থাকব না। নিজস্ব পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে চাই। তবে ইউজিসির অফিসিয়াল সিদ্ধান্ত কী আসবে জানি না। কতদিন পর সিদ্ধান্ত আসবে সেটাও জানি না।’