নতুন রূপে স্পাইডারম্যান, প্রকাশ পেল প্রথম ট্রেইলার
কমিক বই হোক বা সিনেমা, সুপারহিরো জনরায় জনপ্রিয়তার শীর্ষে বরাবরই পোক্ত অবস্থান স্পাইডারম্যানের।এই চরিত্র নিয়ে কোনো সিনেমা, গেম, কমিক বই বা অ্যানিমেশন এসেছে, কিন্তু হিট হয়নি- এমন নজির নেই। তাই পরিচালক- প্রযোজকরাও একের পর এক কনটেন্ট নিয়ে আসে স্পাইডারম্যানকে কেন্দ্র করে।
সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে মার্ভেলের অ্যানিমেশন সিরিজ ‘ইওর ফ্রেন্ডলি নেইবারহুড স্পাইডারম্যান।‘ রোববার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ সময়ে রাত ১১ টায় সিরিজটির ট্রেইলার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সিরিজটি শিগগিরই মার্ভেল প্রযোজনা সংস্থার অনলাইন প্লাটফর্ম ডিজনি প্লাসে আসতে চলেছে।
ট্রেইলারে দেখা যায়, পিটার পার্কার সদ্য সুপারহিরোর শক্তি পেয়েছে। স্কুলের ছাত্র হওয়ায় পড়াশোনার পাশাপাশি শহরবাসীকে সাহায্য করতে বেশ হিমশিম খাচ্ছে টিনএজার পিটার। নিজের জন্য একটা ভাল স্যুটও তৈরি করতে না পারায় হতে হচ্ছে হাসির পাত্র।
একই চিত্র ছিল মার্ভেল সিনেমেটিক ইউনিভার্স(এমসিইউ)-এও। তবে এমসিইউ’র মতো এই সিরিজে টোনি স্টার্ক নয়, পিটারের মেন্টরের ভূমিকা পালন করছে নরম্যান অসবর্ন। এতেই স্পষ্ট এই গল্প অন্য কোনো ইউনিভার্সের স্পাইডারম্যানের।
এর আগের পর্দায় একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে পিটার-অসবর্ন চরিত্রদের। তবে সেখানে অসবর্ন স্পাইডারম্যানের আইকনিক ভিলেন গ্রিন গবলিন হিসেবে সামনে আসে। এবার দেখার পালা গল্পের মোড় এদের সম্পর্ককে কোনদিকে নিয়ে যায়।
সিরিজে টিনএজার পিটারের কণ্ঠ দিয়েছেন ওয়েব-সিংগার হাডসন টেমস। এছাড়া অসবর্নের চরিত্রে কোলম্যান ডোমিঙ্গো, আন্ট মে চরিত্রে কারি ওয়াহলগ্রেন, ডক্টর অক্টিভিয়াসের চরিত্রে হিউ ড্যান্সির কণ্ঠ শোনা যাবে।
ট্রেইলারে দেখা না মিললেও, মেকারসদের থেকে জানা যায়, সিরিজে ডেয়ার ডেভিল চরিত্রে চার্লি কক্স এবং ভিলেন ‘কিংপিং’ এর চরিত্রে ভিনসেন্ট ডি'অনোফ্রিও যুক্ত হয়েছেন।
‘এক্সম্যেন’৯৭’ এর পর মার্ভেল অ্যানিমেশনের ব্যানারে প্রকাশ হতে যাওয়া দ্বিতীয় সিরিজ ‘ইওর ফ্রেন্ডলি নেইবারহুড স্পাইডারম্যান’। প্রথমে সিরিজটির নাম ‘স্পাইডারম্যান ফ্রেশম্যান ইয়ার’ রাখা হয়েছিল। সেখানে বর্তমানের এবং সবচেয়ে জনপ্রিয় স্পাইডারম্যান, টম হল্যান্ডের পিটার পার্কার চরিত্রের সুপারহিরো হওয়ার অরিজিন গল্প দেখানো হতো। পরবর্তীতে শিরোনাম আর গল্পের প্লট, দু’টোই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২৯ জানুয়ারি সিরিজটির মাধ্যমে মার্ভেল ২০২৫ সালের যাত্রা শুরু করতে চলেছে।
‘ফেজ থ্রি’ শেষ হওয়ার পর মার্ভেলের কিছুটা শনির দশাই চলছিল বলা চলে। যদিও মাঝে-মধ্যে বেশ কিছু কাজ দারুণ প্রশংসা কুড়িয়েছে। তবে ২০২৫ সালে সুপারহিরো জনরা আবার ঘুরে দাঁড়াবে বলে ভক্তদের বিশ্বাস।