নিঝুম রুবিনাকে অপহরণ চেষ্টাকারী গ্রেফতার

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নিঝুম রুবিনা / ছবি: ফেসবুক

নিঝুম রুবিনা / ছবি: ফেসবুক

ঢাকাই বিনোদন জগতের চিত্রনায়িকা নিঝুম রুবিনাকে অপহরণে চেষ্টাকারীকে শনাক্ত করা হয়েছে। অভিনেত্রী নিজের ফেসবুকে ছবিসহ সেই ড্রাইভারের নাম প্রকাশ করে একটি পোস্ট করেন। ‘মোহাম্মদ রনি’ নামের সেই ব্যকি্তর ছবির পাশে নিঝুম লেখেন, ‘আলহামদুলিল্লাহ উবার চালক সেই আসামিকে আজকে সকালে গ্রেফতার করা হয়েছে।’

বুধবার (২২ জানুয়ারি) জানা যায়,রা ইড শেয়ারিং অ্যাপে গাড়ি ডেকে রাজধানীর বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার পথে অপহরণের চেষ্টার শিকার হন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। পরে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশের মাধ্যমে জানা গিয়েছিল অপহরণের চেষ্টায় ব্যবহৃত গাড়িটি আরেক চিত্রনায়িকার। যদিও পুলিশ বা নিঝুমের পরিবার থেকে সেই নায়িকার নাম প্রকাশ করা হয়নি। তবে, অপহরণের চেষ্টায় তার সম্পৃক্ততা আছে কিনা-তার তদন্ত চলছিল।

বিজ্ঞাপন

ঘটনার দিন নিঝুম রুবিনা হাতিরঝিলে উবার চালকের অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হন। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে অপহরণের চেষ্টার বিস্তারিত তুলে ধরেন নিঝুম রুবিনা লেখেন, ‘আমার স্বামী গ্রামের বাড়ি গিয়েছে যে কারণে নিজের গাড়ি রেখেই বের হতে হবে। কারণ আমি ড্রাইভিং পারি না। যে কারণে উবার কল করি বনশ্রী থেকে ধানমন্ডি যাবো। উবার চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। জানতে চাইলে বলেন, ‘‘আপনার লোকেশনেই যাচ্ছি, চুপ থাকেন’।  

তিনি আরও লেখেন, ‘মঙ্গলবার রাস্তা ফাঁকা তারপরও সে গুলশান রোডে ঢুকেছে। তখন তার গাড়ির স্পিড প্রায় ৮০ থেকে ১০০। অনেক হাই স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল। বিষয়টি আমার কাছে সন্দেহ লাগে। তাকে বলি আমাকে এখানেই নামিয়ে দেন। তখন সে আমাকে বলল,‘‘চুপ থাক, কোনো কথা বলবি না।’’ তারপর আমি গাড়ির গ্লাস তুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার শুরু করি। কারো সাড়া পাইনি। একটা পর্যায়ে গাড়ির গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই।

বিজ্ঞাপন

নিঝুম রুবিনা লেখেন, আমরা কোন দেশে বসবাস করছি? দিনে দুপুরে কি আমাদের নিরাপত্তা পাব না? উবার থেকে যদি এমন হয় তাহলে আমরা কাকে ভরসা করব? আজকে যদি গাড়ি থেকে যদি জাম্প করে না নামতাম তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত না।